For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর গড়ে দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস নেতার আরটিআই! পাল্টা বোমা 'হামলা'য় অভিযুক্ত প্রধানের স্বামী

অধীর গড়ে দুর্নীতিতে তৃণমূল নেতার আরটিআই! পাল্টা বোমা 'হামলা'য় অভিযুক্ত প্রধানের স্বামী

  • |
Google Oneindia Bengali News

অধীর গড়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। মতবিরোধের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধারে স্বামীর বিরুদ্ধে। যদিও নিজের স্বামীর বিরুদ্ধে হওয়া অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রধান। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের আধিকারিকরা।

রাজনৈতিক হিংসা বাড়ছে মুর্শিদাবাদে

রাজনৈতিক হিংসা বাড়ছে মুর্শিদাবাদে

বিধানসভা যতই এগিয়ে আসছে ততই মুর্শিদাবাদে বাড়ছে রাজনৈতিক হিংসা। এবার মুর্শিদাবাদের ডোমকলে পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রধানের স্বামী বিরুদ্ধে। শনিবার রাতে এই হামলা হয় বলে অভিযোগ।

উদ্ধার কয়েকটি সকেট বোমা

উদ্ধার কয়েকটি সকেট বোমা

শনিবার রাতে হামলায় সময় স্বাভাবিক ভাবেই বিপাকে পড়েন তাসিকুল ইসলাম নামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের সদস্যরা। বোমার শব্দে লুকিয়ে পড়ায় প্রাণে রক্ষা হয়। কিন্তু রাতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। সকালে সেখানে যান জেলা পুলিশের আধিকারিকরা। এলাকা যেকে বেশ কয়েকটি সকেট বোমা উদ্ধার হয়। যদিও তাতে মশলা ছিল না বলে দাবি করেছে পুলিশ।

পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে আরটিআই

পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে আরটিআই

মুর্শিদাবাদের ডোমকল ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর ১৫ নাম্বার সংসদের সদস্য তাসিকুল ইসলামের অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাই কাজের খতিয়ান পেকতে তিনি আরটিআই করেছিলেন। তারপর থেকেই পঞ্চায়েত প্রধান আঙুরা বিবির স্বামী তাঁকে হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতেও বলা হয়। কিন্তু রাজি না হওয়ায় শনিবার রাতে হামলা চালানো হয়। তাসিকুল ইসলাম বলছেন, যারা এই কুকর্মের সঙ্গে যুক্ত এবং যারা প্রাণে মেরে দেওয়ার জন্য বাড়িতে সকেট ফেলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দেওয়া হোক।

পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলাম জানিয়েছেনস সঠিক তদন্ত হলেই বোঝা যাবে কী ভাবে চুরি হয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ চুরির প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের কাজ থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে। পাশাপাশি তাঁকে প্রাণে মারার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

 অভিযোগ অস্বীকার প্রধানের স্বামীর

অভিযোগ অস্বীকার প্রধানের স্বামীর

যদিও বোমা মারার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান আঙুরা বিবির স্বামী আসাদুল ইসলাম। পাল্টা তিনি বলেছেন, ওই পঞ্চায়েত সদস্য কাজ না করার কোণঠাসা হয়ে পড়েছেন। তিনি নিজেই এই বিস্ফোরণ ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী।

বিদ্রোহী তৃণমূলীদের জন্য দরজা খোলা

বিদ্রোহী তৃণমূলীদের জন্য দরজা খোলা

দিন কয়েক আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, বিদ্রোহী তৃণমূলীদের জন্য দরজা খোলা। তিনি বলেছিলেন, যাঁরা দলে বিদ্রোহ ঘোষণা করছেন, তাতে বোঝা যায়, তাঁদের মধ্যে কিছুটা সততা অবশিষ্ট রয়েছে। তৃণমূল নামে বামলায় কোনও দলের অস্তিত্ব নেই বলেও দাবি করেছিলেন তিনি। এর আগে তৃণমূলের এক নেতার স্মরণসভায় যোগ দেওয়া নিয়ে মুর্শিদাবাদ তৃণমূলে আড়াআড়ি বিভাজন লক্ষ্য করা গিয়েছিল।

দিদি ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ! মমতার পাশে দাঁড়িয়ে বললেন সৌমিত্র কন্যাদিদি ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ! মমতার পাশে দাঁড়িয়ে বললেন সৌমিত্র কন্যা

English summary
Trinamool Congress in trouble in Adhir Chowdhury's Murshidabad due to inner party conflict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X