For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনি কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা, স্বাগত পোস্টার তৃণমূলের ব্যানারে! জোর জল্পনা

তিনি কংগ্রেসের নেতা। কংগ্রেসেই রয়েছেন। তবু তাঁর নামে পোস্টার দিল তৃণমূল। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরে। বেশ কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের ১৮ নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার।

  • |
Google Oneindia Bengali News

তিনি কংগ্রেসের নেতা। কংগ্রেসেই রয়েছেন। তবু তাঁর নামে পোস্টার দিল তৃণমূল। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরে। বেশ কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের ১৮ নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার। তাতেই সন্দেহ দানা বেঁধেছে। তবে কি কংগ্রেসের এই দাপুটে কাউন্সিলর এবার তৃণমূলের ঘাঁটি গাড়তে চলেছেন? নিজে অবশ্য উড়িয়ে দিয়েছেন সেই অভিযোগ।

তিনি কংগ্রেসের নেতা, স্বাগত পোস্টার তৃণমূলের ব্যানারে

কংগ্রেস নেতা সৌমেন খাঁ সাফ জানিয়েছেন, এসব করা হচ্ছে তাঁর ভাবমূর্তি খারাপ করতেই। দলেরই কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করছেন তিনি। সোমেনবাবু বিষয়টি অস্বীকার করলেও জল্পনা কিন্তু থামছে না। জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে।

কী কারণে জল্পনার পারদ চড়ছে? আসলে তৃণমূলের ব্যানারে দেখা গিয়েছে কংগ্রেস কাউন্সিলর সৌমেন খাঁর নাম। সেই ব্যানারে লেখা- 'স্বাগত সৌমেন খাঁ'। এরপরই উঠে পড়েছে স্বাভাবিক সেই প্রশ্নটাই। তবে কি সৌমেন খাঁ তৃণমূলে যোগ দিচ্ছেন! তাই তাঁকে স্বাগত জানিয়ে পোস্টার-ব্যানার। এই ব্যানারে অস্বস্তিতে জেলা কংগ্রেস।

আর এই জল্পনা যদি সত্যি হয় লোকসভার আগে বিপদে পড়বে কংগ্রেস। কংগ্রেসের শক্তিক্ষয় অব্যাহত থাকবে। এটা আদৌ সুখকর নয় কংগ্রেসে। এরই মধ্যে প্রদেশ কংগ্রেসের শীর্ষপদে রদবদল হয়েছে। অধীর চৌধুরীর পরিবর্তে দলের দায়িত্বে এসেছেন সোমেন মিত্র। তাঁর আগমনে এই ধরনের প্রবণতায় কোনও পরিবর্তন আসে কি না, তা-ই দেখার।

English summary
Trinamool Congress gives poster to the name of Congress leader. Speculation growing on before Loksabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X