For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের মহাযুদ্ধে অনেক প্রতিকূলতা! বেকায়দায় পড়ে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল

একুশের মহাযুদ্ধের বাকি নেই ১০ মাসও, অনেক শত্রুর বিরুদ্ধে ‘একা’ তৃণমূল বেকায়দায়

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন দশ মাসও বাকি নেই। ইতিমধ্যে বিজেপি আক্রমণাত্মক রূপ নিয়ে 'ভার্চুয়াল' প্রচার শুরু করে দিয়েছে। ঠিক এই সময়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার মহামারী মোকাবিলা করতে গিয়ে সমস্যায় পড়ছে। একা করোনায় রক্ষে নেই আবার আম্ফান দোসর হয়ে এসেছে। ফলে শাসকদল তৃণমূল বেকায়দায় পড়েছে রাজ্যে।

নয়া দফা চার্জশিটের পর ভার্চুয়াল ধাক্কা

নয়া দফা চার্জশিটের পর ভার্চুয়াল ধাক্কা

গত দু'সপ্তাহ ধরে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে। নয় দফা চার্জশিট প্রকাশের মাধ্যমে যে আক্রমণের সূচনা হয়েছিল, তা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সমাবেশেরও পরেও। এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন তৃণমূলকে নিশানা করার জন্য।

মোদী-শাহের টার্গেট বাংলায় দিশেহারা তৃণমূল

মোদী-শাহের টার্গেট বাংলায় দিশেহারা তৃণমূল

এবার নির্বাচনে অর্থাৎ ২০২১-এর বিধানসভায় মোদী-শাহের টার্গেট বাংলা। তাঁরা প্রকাশ্যেই বলছেন, ‘হাম বঙ্গাল চাহিয়ে' অর্থাৎ বাংলা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আমরা বাংলা চাই। সুতরাং, বিজেপি আগে থেকেই সুর চড়িয়ে রেখেছে। এখন বঙ্গ বিজেপি নেতারা সেই সুর চড়িয়ে বাংলাজুড়ে প্রচার চালিয়ে যাচ্ছে।

করোনা পরিস্থিতিতে তৃণমূল পড়েছে মহা ফ্যাসাদে

করোনা পরিস্থিতিতে তৃণমূল পড়েছে মহা ফ্যাসাদে

এমতাবস্থায় বিজেপির অভিযোগ খণ্ডন করে বাংলার মানুষের কাছে রাজ্যের তরফে বার্তা তুলে ধরা খুব কঠিন কাজ। কারণ বিজেপির মতো ভার্চুয়াল সমাবেশ তৃণমূলের পক্ষে করা সম্ভব নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন। আর করোনার আবহে জনসভাও করতে পারবেন না। তাই তৃণমূল পড়েছে মহা ফ্যাসাদে।

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শই ভরসা

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শই ভরসা

গত কয়েকদিন ধরে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে মুখ্যমন্ত্রী নিজে এবং তার দলের নেতারা আপাতত কেন্দ্র এবং মোদী-শাহ জুটির বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেবেন। নির্বাচনী প্রচারের বিন্যাস চূড়ান্ত করার জন্য রাজনৈতিক উপদেষ্টা তথা ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মেনে তাঁরা কাজ করবেন।

প্রশান্ত ঘূঁটি সাজাচ্ছেন বিজেপিকে মাত দিতে

প্রশান্ত ঘূঁটি সাজাচ্ছেন বিজেপিকে মাত দিতে

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রশান্ত কিশোর যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন। তিনি দলকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই করোনা ও আম্ফান পরিস্থিতিতে। আম্ফান পরবর্তী পুনর্বাসন ও পুনর্গঠনের বিষয়ে এবং করোনা মহামারী পরিস্থতিতে রাজ্য সরকারের কী করা উচিত, তা নির্ধারণ করছেন প্রশান্ত কিশোর।

একাধিক প্রতিকূলতার বিরুদ্ধে ‘একা’ লড়াই

একাধিক প্রতিকূলতার বিরুদ্ধে ‘একা’ লড়াই

করোনা ও আম্ফান পরবর্তী বাংলায় পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বর্ধিত সময়ের জন্য শিক্ষা, জব কার্ড, নগদ সহায়তা এবং নিখরচায় রেশন নিয়ে তৃণমূল এখন ব্যাকফুটে। এই পরিস্থিতিতে বিজেপি এবং বাম-কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে। এই অবস্থায় তৃণমূলকে লড়াই করতে হচ্ছে একইসঙ্গে একাধিক প্রতিকূলতার বিরুদ্ধে।

বিজেপির জয় পেটানোর নিদান দিলেন সহ নাগরিকদের, লাগাম ছাড়ালেন চিনা-বর্জন প্রসঙ্গে বিজেপির জয় পেটানোর নিদান দিলেন সহ নাগরিকদের, লাগাম ছাড়ালেন চিনা-বর্জন প্রসঙ্গে

English summary
Trinamool Congress faces trouble in corona situation to build strategy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X