For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেষ্টর গড়ে অকাল হোলি! জেলা পরিষদের একটি মাত্র আসনে প্রার্থী বিজেপির

বীরভূম জেলা পরিষদে জয়ী হল তৃণমূল। জেলা পরিষদে ৪২ টি আসনের মধ্যে ৪১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে জেলায় ১৯ টি পঞ্চায়েত সমিতির ১৪ টিতেই জয়ী হয়েছে তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

বীরভূম জেলা পরিষদে জয়ী হল তৃণমূল। জেলা পরিষদে ৪২ টি আসনের মধ্যে ৪১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে জেলায় ১৯ টি পঞ্চায়েত সমিতির ১৪ টিতেই জয়ী হয়েছে তৃণমূল। উন্নয়ন দেখে রাস্তা থেকে ফিরে গিয়েছে বিরোধীরা। প্রতিক্রিয়ায় জানিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

কেষ্টর গড়ে অকাল হোলি! জেলা পরিষদের একটি মাত্র আসনে প্রার্থী বিজেপির

পঞ্চায়েত ভোট প্রক্রিয়া শুরুর আনেক আগেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন। উন্নয়ন এতটাই যে মশারি দিয়ে মাছিও গলতে পারবে না।

সেই কথারই যেন প্রয়োগ হল লালমাটির এই জেলায়। জেলা পরিষদের ৪২ টি আসনের মধ্যে ৪১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। একমাত্র আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি। সেটি হল রাজনগর।

অন্যদিকে, জেলার ১৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৫ টিতে মনোনয়ন জমা দিতে পেরেছে বিরোধীরা। অর্থাৎ ১৫ টি পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে নিয়ে তৃণমূল।

সূত্রের খবর অনুযায়ী, ১০০-এর ওপর পঞ্চায়েতেও জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, জেলায় বিরোধীদের কোনও সংগঠন নেই। উন্নয়ন দেখে রাস্তা থেকেই ফিরে গিয়েছে প্রার্থীরা। দাবি করেছেন তিনি।

সোমবার মনোনয়ন জমার সময় শেষ হওয়ায় সঙ্গে সঙ্গে বীরভূমের জায়গায় জায়গায় সবুজ আবির নিয়ে খেলা শুরু হয়ে যায়।

English summary
Trinamool Congress captures Birbhum Jila Parishad before Panchayat Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X