For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলে বসেও নির্দল-কাঁটা উপড়ে ফেললেন আরাবুল, ভাঙড় তৃণমূলের মুখে জয়ের হাসি

প্রাক-নির্বাচনী খুন-সন্ত্রাসে অভিযুক্ত হয়ে জেলবন্দি থাকলেও জয় আটকাল না তৃণমূল প্রার্থী আরাবুল ইসলামের। ভাঙড়ে পোলেরহাট পঞ্চায়েত সমিতির একটি আসনে জয় পেলেন তিনি।

Google Oneindia Bengali News

প্রাক-নির্বাচনী খুন-সন্ত্রাসে অভিযুক্ত হয়ে জেলবন্দি থাকলেও জয় আটকাল না তৃণমূল প্রার্থী আরাবুল ইসলামের। ভাঙড়ে পোলেরহাট পঞ্চায়েত সমিতির একটি আসনে জয় পেলেন তিনি। গ্রাম পঞ্চায়েতে জিতলেন আরাহুলের ছেলে হাসিমুল। আর পঞ্চায়েতে সমিতিতে জয়লাভ করলেন আরাবুল। পোলেরহাট পঞ্চায়েতেও জয় পেল তৃণমূল। তবে এই পঞ্চায়েতের পাঁচটি আসনে জয় পান জমি রক্ষা কমিটির নির্দল প্রার্থীরা।

জেলে বসেও নির্দল-কাঁটা উপড়ে ফেললেন আরাবুল, ভাঙড় তৃণমূলের মুখে জয়ের হাসি

সকাল থেকেই রাজনৈতিক মহলের একটা বড় অংশের নজর ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের দিকে। কেননা ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে। নির্বাচনের আগেই নির্দল প্রার্থীর সমর্থনে মিছিলে বোমা-গুলি বর্ষণ হয়েছিল। সেই মিছিলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হাফিজুল মোল্লা নামে এক নির্দল সমর্থকের। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেফতার করা হয় ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে।

[আরও পড়ুন:পঞ্চায়েত জয় 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নে'র, লোকসভায় একই 'প্রতিচ্ছবি'র বার্তা অনুব্রতর][আরও পড়ুন:পঞ্চায়েত জয় 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নে'র, লোকসভায় একই 'প্রতিচ্ছবি'র বার্তা অনুব্রতর]

পঞ্চায়েত নির্বাচনের দিনও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। উত্তেজনার মধ্যেই ভোটপর্ব সাঙ্গ হয়। তবে ভোটের ফলাফল ঘোষণা হতেই তৃণমূলের জয়ের ছবি ধরা পড়ে সর্বত্র। আরাবুল ইসলামের ছেলে হাসিমুল জয়ী হয়। জয়ী হন পঞ্চায়েত সমিতির প্রার্থী আরাবুল ইসলামও। তবে এই জয়ের মধ্যে ভাঙড়ে জমি রক্ষা কমিটির পাঁচ আসনে জয় শাসক দলকে সিঁদুরে মেঘের বার্তা দিয়ে গেল এদিন।

[আরও পড়ুন:নির্দলের জয়ের কাঁটা সরিয়ে ভাঙড়ে তৃণমূলের মুখে হাসি ফোটালেন আরাবুলের ছেলে][আরও পড়ুন:নির্দলের জয়ের কাঁটা সরিয়ে ভাঙড়ে তৃণমূলের মুখে হাসি ফোটালেন আরাবুলের ছেলে]

পাওয়ার গ্রিড নিয়ে ভাঙড় উত্তাল রয়েছে বছর খানেকেরও বেশি সময় ধরে। এবার পঞ্চায়েতে লড়াই করে জমি রক্ষা কমিটি। এই জমি রক্ষা কমিটির আট নির্দল প্রার্থীর মধ্যে পাঁচজন জয়ী হন। তবে পঞ্চায়েতের দখল তৃণমূলেরই হাতে। পোলেরহাট পঞ্চায়েতে এই জয়ের ফলে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল সমর্থকরা।

English summary
Trinamool Congress candidate Arabul Islam wins in Bhangar. TMC win in Polerhat Panchayat Election of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X