For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ কেমন সংকল্প, ধিক্কারের ভাষা নেই! বিজেপিকে খোঁচা তৃণমূল নেতৃত্বের

সংকল্প যাত্রার নামে এলাকায় ত্রাস ছড়ানোর তীব্র নিন্দা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলাকায় তৃণমূল বিধায়ক শশী পাঁজা।

  • |
Google Oneindia Bengali News

স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিজেপির মিছিলকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠছিল শহর কলকাতা। জোড়াবাগান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ- অগ্নিগর্ভ হয়ে ওঠে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে। এই ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলাকায় তৃণমূল বিধায়ক শশী পাঁজা।

এ কেমন সংকল্প, ধিক্কারের ভাষা নেই! বিজেপিকে খোঁচা তৃণমূল নেতৃত্বের

[আরও পড়ুন:১০ হাজার কোটির বিনিয়োগ-বার্তা বাংলায়! মোদীকে ছেড়ে মমতার জন্য 'কল্পতরু' আদানি][আরও পড়ুন:১০ হাজার কোটির বিনিয়োগ-বার্তা বাংলায়! মোদীকে ছেড়ে মমতার জন্য 'কল্পতরু' আদানি]

শুক্রবারের এঁই বিশৃঙ্খলতা প্রসঙ্গে অভিষেক বলেন, 'স্বামীজির জন্মদিনে এই ধরনের ঘটনা ঘটিয়ে স্বামীজিকেই অপমান করেছে বিজেপি। স্বামীজির ছবি ছিড়ে দিয়েছে, রাস্তায় ফেলে পদদলিত করেছে সেই ছবি, এই ঘটনাই প্রমাণ করে তাঁরা স্বামীজিকে শ্র্দ্ধা জানানোর জন্য এই কর্মসূচি নেননি। তাঁদের উদ্দেশ্য ছিল পতাকা হাতে শক্তিপ্রদর্শন। যাঁরা স্বামীজিকে সম্মান দেয় না, বেলুড় মঠকে সম্মান দেয় না, তাঁদের প্রতি ধিক্কারের ভাষা নেই। এ ঘটনা লজ্জার।'

বিধায়ক-মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তোলেন, 'এটাই কি বিজেপির সংকল্প!' তিনি বলেন, 'এর জবাব দিতেই হবে বিজেপি নেতৃত্বকে। জোড়াবাগানের মানুষ সব দেখেছেন, জবাব ওঁদের দিতেই হবে। মানুষ জবাব চাইবেন। এই যে উচ্ছৃঙ্খল আচরণ, তা মানুষ মেনে নেবেন না।' তিনি আরও বলেন, 'আসলে ভালো কাজ করে বিজেপি নজরে আসতে পারে না, তাই বিজেপি এ ধরনের খারাপ কাজ করে শিরোনামে উঠতে চাইছে।'

উল্লেখ্য, এদিন সকাল থেকে বিজেপির সংকল্প যাত্রাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে জোড়াবাগান চত্বর। দু-পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি মিছিলের নামে তাণ্ডব চালায় বলে অভিযোগ। পাল্টা অভিযোগ, বিজেপির মিছিল আটকাতেই তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালায়। পুলিশ এই মিছিলের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে অভিযোগ ওঠে। যথেচ্ছ ভাঙচুর চালানো হয়।

[আরও পড়ুন:ব্যর্থ মমতার প্রশাসন! সঙ্কল্প-যাত্রা স্থগিত করে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি দিলীপের][আরও পড়ুন:ব্যর্থ মমতার প্রশাসন! সঙ্কল্প-যাত্রা স্থগিত করে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি দিলীপের]

English summary
Trinamool Congress blames against BJP for rampage in Kolkata in the name of Sangkalpa jatra on Vivekananda’s birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X