For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাইনি অপবাদে শবর বৃদ্ধার ওপর অত্যাচার ঝাড়গ্রামে, দেওয়া হল গরম রডের ছ্যাঁকা

ডাইনি অপবাদে শবর বৃদ্ধার ওপর অত্যাচার ঝাড়গ্রামে, দেওয়া হল গরম রডের ছ্যাঁকা

  • |
Google Oneindia Bengali News

ডাইনি অপবাদ দিয়ে এক শবর বৃদ্ধা মহিলাকে গরম লোহার রড দিয়ে ছেঁকা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে। অভিযোগ, রবীন্দ্রনাথ হাঁসদা নামের এই নেতা তার দলবল নিয়ে এসে চম্পা আড়ি নামে ওই বিধবা মহিলার ওপর ওই নারকীয় অত্যাচার চালান। অভিযোগ, শুধু মাত্র শরীরের বিভিন্ন অঙ্গে নয় ওই মহিলার গোপনাঙ্গেও গরম রডের ছ্যাঁকা দেওয়া হয়। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ডাইনি অপবাদে শবর বৃদ্ধার ওপর অত্যাচার ঝাড়গ্রামে, দেওয়া হল গরম রডের ছ্যাঁকা

এই ঘটনা ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে। নিগৃহীত চম্পা আড়ি বর্তমানে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। চম্পা আড়ির পরিবারের পক্ষ থেকে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে রবীন্দ্রনাথ হাঁসদাকে। সোমবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।

ভালকিশোর গ্রামে ছেলে সুশীল আড়ির সঙ্গে থাকেন চম্পা। অভিযোগ, পাশের মহিমানিশ্চিন্তা গ্রামের বাসিন্দা তথা এলাকার নেতা বলে পরিচিত রবীন্দ্রনাথ হাঁসদা দলবল নিয়ে এসে চম্পার ওপর হামলা চালায়। তাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করে গরম রডের ছ্যাঁকা দেওয়া হয়।

এই নারকীয় অত্যাচারের ঘটনাতে শিউড়ে উঠেছে এলাকার লোকজন।
এই এলাকার অন্য দলের নেতা শান্তনু ঘোষ বলেন যে বিরোধীরা কী রকম অত্যাচার করে ও তাদের স্বরূপ কী তা এই ঘটনাতে প্রকাশ পেয়েছে।

যদিও অভিযুক্ত দলের নেতা অবনী ঘোষ বলেন যে দলের কেউ এই ধরনের নারকীয় অত্যাচারের সঙ্গে জড়িত থাকতে পারে না। তবে যেই এই ধরনের নারকীয় অত্যাচার চালিয়ে থাকুক তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

English summary
Tribal woman treated badly by local political leader in Jhargram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X