For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার থেকে বাস-ট্যাক্সি-মিনিবাসে কোন ধাপে কত ভাড়া দিতে হবে, জানুন হিসাব

পেট্রোলের অগ্নিমূল্য ও অন্যদিকে গণ পরিবহণ সংস্থাগুলির হুমকির জেরে অবশেষে রাজ্যজুড়ে বাস, মিনিবাস, ট্যাক্সি ও অন্য পরিবহণের ভাড়া বৃদ্ধি হল।

  • |
Google Oneindia Bengali News

পেট্রোলের অগ্নিমূল্য ও অন্যদিকে গণ পরিবহণ সংস্থাগুলির হুমকির জেরে অবশেষে রাজ্যজুড়ে বাস, মিনিবাস, ট্যাক্সি ও অন্য পরিবহণের ভাড়া বৃদ্ধি হল। সোমবার থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। শুক্রবার পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ চারবছর রাজ্যে বাসভাড়া বাড়েনি। এতদিন পরে অবশেষে আন্দোলন ও হুমকির জেরে ভাড়া বাড়তে চলেছে। যদিও প্রতি ধাপে ১ টাকার বেশি ভাড়া বাড়েনি।

বাসে উঠলেই ৭ টাকা

বাসে উঠলেই ৭ টাকা

বাসের ভাড়া ন্যূনতম ৭ টাকা হতে চলেছে। অর্থাৎ বাসে উঠলেই ৭ টাকা দিতে হবে। মিনিবাসে উঠলে দিতে হবে ৮ টাকা। ট্যাক্সিতে উঠলে দিতে হবে ন্যূনতম ৩০ টাকা।

কীভাবে কতটা বাড়ছে ভাড়া

কীভাবে কতটা বাড়ছে ভাড়া

বাসে ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ৭ টাকা, ৪-১২ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ৯ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। ১৬ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ১১ টাকা। ২০ থেকে ২৪ কিলোমিটারের মধ্যে ভাড়া বেড়ে হবে ১২ টাকা।

মিনিবাস ও সরকারি বাসেও বাড়ছে ভাড়া

মিনিবাস ও সরকারি বাসেও বাড়ছে ভাড়া

মিনি ও সরকারি বাসের ভাড়া ৩ কিলোমিটার পর্যন্ত হবে ৮ টাকা। ৩-৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ৯ টাকা। ৬-১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা, ১০-১৬ কিলোমিটার পর্যন্ত ভাড়া হবে ১১ টাকা।

ট্যাক্সিতে ন্যূনতম ভাড়া ৩০ টাকা

ট্যাক্সিতে ন্যূনতম ভাড়া ৩০ টাকা

ট্যাক্সি ভাড়ার ক্ষেত্রে গাড়িতে উঠলেই দিতে হবে ন্যূনতম ৩০ টাকা। তারপরে প্রতিন ২০০ মিটারে ৩ টাকা হারে ভাড়া বাড়বে। অর্থাৎ ১ কিলোমিটারে দিতে হবে ১৫ টাকা করে।

ট্রামের ভাড়া বাড়ছে

ট্রামের ভাড়া বাড়ছে

ট্রাম ভাড়া বেড়ে ৪ কিলোমিটার পর্যন্ত হচ্ছে ৬ টাকা ও ৪ কিলোমিটারের বেশি যাত্রায় দিতে হবে ৭ টাকা।

জলপথেও বাড়ছে ভাড়া

জলপথেও বাড়ছে ভাড়া

এর পাশাপাশি জলপথ পরিবহণেও প্রতি ১ কিলোমিটারে ভাড়া ১ টাকা করে বাড়বে বলে পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে।

English summary
Transport fare in Bengal increases, see the detail break-ups
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X