For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ ট্রেন পরিষেবা, রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল উত্তরবঙ্গ। মালদহ, বালুরঘাটের মতো সীমান্তবর্তী জেলা গুলিতে উত্তেজনা বেশি ছড়িয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল পরিষেবা।

Google Oneindia Bengali News

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল উত্তরবঙ্গ। মালদহ, বালুরঘাটের মতো সীমান্তবর্তী জেলা গুলিতে উত্তেজনা বেশি ছড়িয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে রেল পরিষেবা। পরিস্থিতি বিবেচনা করে তাই উত্তরবঙ্গগামী প্রায় সব ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের মুখপাত্র নিখিল চক্রবর্তী জানিয়েছেন মালদহের পর আর কোনও ট্রেন যাবে না। হাওড়া, শিয়ালদ এবং কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেন বাতিল করা হয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যে আগেই থেকেউ বিক্ষোভ চরমে উঠেছিল। তাঁর আঁচ এসে পড়ে উত্তরবঙ্গে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা গুলিতে হিংসাত্মক আন্দোলন শুরু হয়। মালদহ, মুর্শিদাবাদে একাধিক ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্লাটফর্মে ভাঙচুর চালানো হয়। প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে রাজ্যে রেলের।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে একনজরে

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে একনজরে

উত্তরবঙ্গ এক্সপ্রেস
কাঞ্চনকন্যা এক্সপ্রেস
পদাতিক এক্সপ্রেস
আপ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস
শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস
কলকাতা-রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস
শিয়ালদা-সাহার্ষ-শিয়ালদা এক্সপ্রেস
হাওড়া-কাটিহার-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস
নবদ্বীপ ধাম-মালদা টাউন-নবদ্বীপ ধাম এক্সপ্রেস
ডাউন আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস
আপ শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-মালদা টাউন-হাওড়া এক্সপ্রেস
কলকাতা-লালগোলা-কলকাতা এক্সপ্রেস
হাওড়া-গুয়াহাটি-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া এক্সপ্রেস
ভাগীরথী এক্সপ্রেস
ডাউন বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস

যে ট্রেনগুলির যাত্রাপথ কমানো হয়েছে

যে ট্রেনগুলির যাত্রাপথ কমানো হয়েছে

আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদা টাউন স্টেশন পর্যন্ত যাবে।
আপ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস মালদা টাউন স্টেশন পর্যন্ত যাবে।
আপ হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস রামপুরহাট স্টেশন পর্যন্ত যাবে।
আবার রামপুরহাট থেকেই ছাড়বে ডাউন ট্রেন।

যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে যে ট্রেনগুলির

যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে যে ট্রেনগুলির

আপ শিয়ালদা-শিলঘাট এক্সপ্রেসকে গুমানি-বারহারওয়া-কিউল দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ডাউন মুজফ্ফরপুর-যশবন্তপুর এক্সপ্রেসকে সাহেবগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

English summary
Train service suspended in North Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X