For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিয়ালদহ দক্ষিণে ৪০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা, অপেক্ষা করছে চূড়ান্ত দুর্ভোগ

শিয়ালদহ থেকে বজবজগামী শাখায় দুদিকেই ৪০ ঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ করতে চলেছে রেল কর্তৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

শিয়ালদহ থেকে বজবজগামী শাখায় দুদিকেই ৪০ ঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এর ফলে এই লাইনের যাত্রীরা ব্যাপক অসুবিধার মধ্যে পড়বেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

শিয়ালদহ দক্ষিণে ৪০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা

এই শাখায় কোনও দূরপাল্লার ট্রেন যাতায়াত করে না। লোকাল ট্রেন ও মালগাড়ি যাতায়াত করে। সেগুলির যাতায়াত আগামী শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত একটানা ৪০ ঘণ্টা বন্ধ রাখা হবে।

মাঝেরহাটে ব্রিজের নিচে সিগন্যালিং ব্যবস্থা মেরামতের কারণেই পরিষেবায় বিঘ্ন ঘটবে। বেশ কয়েকমাস হয়ে গেলেও সেখানে মেরামতি হয়নি। এবার তা যুদ্ধকালীন তৎপরতায় সারিয়ে ফেলা হবে।

প্রসঙ্গত, গতবছরের শেষ অর্ধে মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হন। তারপর ট্রেন চলাচলে তেমন বিঘ্ন না ঘটলেও মেরামতির কাজ সম্পন্ন করা আশু হয়ে পড়েছিল। সেই কাজই বছরের শুরুতে পূর্ব রেল কর্তৃপক্ষ সেরে ফেলতে উদ্যোগ নিয়েছে।

English summary
Train service in Budge Budge line will be discontinued for 40 hours
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X