For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুয়াশার জেরে একাধিক ট্রেন লেট, দেখে নিন কোন ট্রেন কত দেরিতে চলছে

উত্তরবঙ্গে শীতের প্রভাব যেমন রয়েছে, তেমনই দক্ষিণেও হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে। আর এর জেরে লোকাল ট্রেন তো দেরিতে চলছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা সহ গোটা রাজ্যে এবার জাঁকিয়ে শীত পড়েছে। আগামী অন্তত এক সপ্তাহ গোটা রাজ্যে শীতের কড়া আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শীতের প্রভাব যেমন রয়েছে, তেমনই দক্ষিণেও হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে। আর এর জেরে লোকাল ট্রেন তো দেরিতে চলছে। পাশাপাশি দূরপাল্লার একাধিক ট্রেনের পরিষেবা থমকে গিয়েছে।

কুয়াশার জেরে একাধিক ট্রেন লেট, দেখুন কোন ট্রেন কত লেটে চলছে

কোনও ট্রেন এক ঘণ্টা দেরিতে চলছে তো কোনও ট্রেন একদিন দেরিতে চলছে। কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের কোনটি কত দেরিতে চলছে আসুন দেখে নেওয়া যাক।

পদাতিক এক্সপ্রেস ১ ঘণ্টার বেশি লেট। দার্জিলিং মেল ১ ঘণ্টা ৩০ মিনিটে দেরিতে চলছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ১ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে ছাড়ছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ১ ঘণ্টা ২০ মিনিট লেটে চলছে। কামরূপ এক্সপ্রেসও প্রায় দেড় ঘণ্টা দেরিতে চলছে।

কুয়াশার জেরে একাধিক ট্রেন লেট, দেখে নিন কোন ট্রেন কত দেরিতে চলছে

সবচেয়ে বেশি যে ট্রেনগুলি দেরিতে চলছে সেগুলি হল সরাইঘাট এক্সপ্রেস (৩ ঘণ্টার বেশি লেট), কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (৩ ঘণ্টার বেশি লেট), নয়াদিল্লি থেকে গুয়াহাটি নর্থ ইস্ট এক্সপ্রেস (প্রায় ২০ ঘণ্টা লেট), নয়াদিল্লি থেকে গুয়াহাটি ব্রহ্মপুত্র এক্সপ্রেস (২৪ ঘণ্টা ২০ মিনিট দেরি)।

কুয়াশার জেরে একাধিক ট্রেন লেট, দেখে নিন কোন ট্রেন কত দেরিতে চলছে

এর পাশাপাশি যোধপুর এক্সপ্রেস ২১ ঘণ্টা, কালকা মেল ১৮ ঘণ্টা, মুম্বই মেল ৯ ঘণ্টা, দুন এক্সপ্রেস সাড়ে ৮ ঘণ্টা, পূর্বা এক্সপ্রেস ৮ ঘণ্টা, অমৃতসর এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে চলছে বলে জানা গিয়েছে। শিয়ালদহ-গামী নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস সাড়ে ১১ ঘণ্টা, দিল্লির দুরন্ত এক্সপ্রেস ৯ ঘণ্টা , আজমেঢ় এক্সপ্রেস ৫ ঘণ্টা দেরিতে চলছে বলে খবর।

English summary
Train late in West Bengal due to winter fog, says Eastern railways
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X