For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেন ছাড়তে দেরী, রণক্ষেত্র শিয়ালদহ স্টেশন

Google Oneindia Bengali News

ট্রেন ছাড়তে দেরী, রণক্ষেত্র শিয়ালদহ স্টেশন
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : প্ল্যাটফর্মে তখন বেশ ভিড়। ঘড়ির কাটা প্রায় দশটা ছুই ছুই। শিয়ালদহ স্টেশনের চিত্রটা পাল্টে গেল নিমেষেই। ভাঙচুর-লাঠি চার্জে রণক্ষেত্র হয়ে উঠল শিয়ালদহ স্টেশন।

শিয়ালদা নৈহাটি লোকাল নির্ধারিত সময় না ছাড়ায় শিয়ালদা স্টেশন চত্বরে যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। আজ রাত নটা নাগাদ নৈহাটি লোকাল ছাড়ার কথা ছিল। কিন্তু গার্ড়ির গার্ড না থাকায় নির্ধারিত সময় ছাড়েনি ট্রেন। এর থেকেই গণ্ডগোলের সূত্রপাত।

পৌনে ১২টার পর থেকে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়

এর পর ৯টা ৫০ মিনিট নাগাদ অন্য গার্ড আসলে তার উপর চড়াও হন বিক্ষুব্ধ যাত্রীরা। ভাঙা হয় ট্রেনের উইন্ডস্ক্রিন। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন মহিলা, শিশু ও বয়স্ক যাত্রীরা। এরপরই আরপিএফ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। উদ্ধার করা হয় ওই গার্ডকেও।

রাত ১১ টা নাগাদ ওই ট্রেনটি ছাড়ে। জনতার বিক্ষোভের কারণে অনেক চালক ও গার্ড ট্রেন চালাতে অরাজি হন। এর ফলে ডানকুনি, বনগাঁ,বারাসাত,নৈহাটি,এবং শান্তিপুর রুটের ট্রেন চলাচল কিছুটা অংশে ব্যহত হয়।

ফলে নাকাল হতে হয় যাত্রীদের। অত রাতে ট্যাক্সি-বাসের সংখ্যাও অনেকটা কমে যায় বলে দুর্ভোগের মধ্যে পড়েন অনেকে। অনেকে আটকে পড়েন স্টেশনেই।

যদিও যাত্রীদের অভিযোগ ট্রেন দেরিতে ছাড়ার ঘটনা হামেশাই ঘটে। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিলই যা আজকের ঘটনার পর বিস্ফোরিত হয়েছে। পৌনে ১২টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

English summary
Train delay ire at Sealdah Station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X