For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিঘা সৈকতে রহস্যময় বিকট আওয়াজ, আতঙ্কে পর্যটকরা, কী জানাচ্ছে প্রশাসন

কয়েক মিনিটের ব্যবধানে দু-বার একই ধরনের আওয়াজ ও তারপর মৃদু কম্পন অনুভূত হওয়ায় হোটেল ছেড়ে বেরিয়ে আসেন পর্যটকরা।

  • |
Google Oneindia Bengali News

পর পর দু-বার দিঘা ও মন্দারমণির সমুদ্র সৈকতে বিকট আওয়াজে আতঙ্ক ছড়াল পর্যটকদের মধ্যে। কী থেকে এই বিকট আওয়াজ হল, কেনই বা কেঁপে উঠল এলাকা, তা নিয়ে ধন্দে প্রশাসন। কয়েক মিনিটের ব্যবধানে দু-বার একই ধরনের আওয়াজ ও তারপর মৃদু কম্পন অনুভূত হওয়ায় হোটেল ছেড়ে বেরিয়ে আসেন পর্যটকরা। ঘটনার পরই দিঘা, কোস্টাল ও রামনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

সকাল ১১টা নাগাদ প্রথম আওয়াজ হয়। তারপরই ৫-৭ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হতে থাকে। কোথা থেকে বিকট আওয়াজ এল তা বুঝে ওঠার আগে ফের একবার বিকট আওয়াজ। ফের কম্পন। এবার আতঙ্কে হোটেল ছেড়ে বেরিয়ে আসেন সবাই। হুড়োহুড়ি পড়ে যায়।

দিঘা সৈকতে রহস্যময় বিকট আওয়াজ, আতঙ্কে পর্যটকরা, কী জানাচ্ছে প্রশাসন

প্রায় সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তিনটি থানার পুলিশ তদন্ত নামে। দিঘার সৈকতে হাজির হন প্রশাসনিক আধিকারিকরাও। কোথা থেকে এই বিকট আওয়াজ এল, তা জানতে তৎপরতা শুরু হয়ে যায়। কিন্তু তদন্তে নেমে কিছুই কূল-কিনারা করতে পারেননি পুলিশকর্তারা। আওয়াজ ও কম্পনের রহস্যভেদ হয়নি। প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এই রহস্যজনক আওয়াজ এসেছে মাঝ সমুদ্র থেকে। শব্দটা ঠিক কী এবং কোথা থেকে এল তা বুঝে উঠতে পারেনি। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে সতর্ক থাকতে বলা হয়েছে।

দিঘা সৈকতে রহস্যময় বিকট আওয়াজ, আতঙ্কে পর্যটকরা, কী জানাচ্ছে প্রশাসন

এই ঘটনার পরই সংশ্লিশ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি জানান, এটি কোনও বিস্ফোরণের ঘটনা নয়। তদন্তের পরও কিছুই পাওয়া যায়নি। বজ্রপাতের ফলে সমুদ্রে অনুরণনের ঘটনা হতে পারে। তবে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যটকদেরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

English summary
Tourists are in fear of the mysterious bitter voice in Digha Sea Beach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X