For Quick Alerts
For Daily Alerts
দিঘায় সমুদ্রে নেমে মৃত্যু পর্যটকের
দিঘায় সমুদ্রে নেমে মৃত্যু হয়েছে এক পর্যটকের। শনিবার দুপুরে মৃত্যু হয় সুবীর পাল, ৪৫, নামের ওই ব্যক্তির। কলকাতার খড়দহ এলাকা থেকে শনিবার সকালে বন্ধু দের সাথে দিঘা আসেন তিনি। তারা ওঠেন ওল্ড দীঘায় একটি হোটেলে। সেখান থেকে ওড়িশা রাজ্যের সীমান্তে উদয়পুর যান তারা।

সেখানে সমুদ্রে স্নান করার সময় হঠাৎ তলিয়ে যান তিনি। তাঁর চিৎকারে কয়েক জন তাকে কোন রকমে তুলে দিঘা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
গত কয়েক মাসে দিঘা ও আশেপাশের এলাকায় অনেকেই সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যুর মুখে পড়েছেন। দিঘায় সমুদ্রে পর্যটকদের মৃত্যু ঠেকাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে দিঘা পুলিশ ও প্রশাসন।