For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আক্রান্তের নিরিখে কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা! এখনও পর্যন্ত শহরে মৃত ২৭৫ জন

আক্রান্তের নিরিখে কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা! এখনও পর্যন্ত শহরে মৃত ২৭৫ জন

  • |
Google Oneindia Bengali News

রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা পরপর দুদিন কম হলেও এদিন করোনায় বেড়েছে মৃ্ত্যুর সংখ্যা। মঙ্গলবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩৭২ জন, বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে এদিনের আক্রান্তের সংখ্যা ৩৪৩ জন। তবে মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ১০ হলেও, এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের।

রাজ্যে আক্রান্ত ৯৩২৮ জন

রাজ্যে আক্রান্ত ৯৩২৮ জন

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৯৩২৮ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ৫১১৭ জন।

আক্রান্তের নিরিখে পর পর ২ দিন ১০০-র ওপরে কলকাতা

আক্রান্তের নিরিখে পর পর ২ দিন ১০০-র ওপরে কলকাতা

কলকাতার পাশাপাশি জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিন সব থেকে বেশি আক্রান্ত কলকাতায়, ১১০ জন। গত ২৪ ঘন্টায় কোচবিহারে ১, দার্জিলিং-এ ১০, কালিম্পং-এ ১, জলপাইগুড়িতে ১, উত্তর দিনাজপুরে ২, মালদহে ২, মুর্শিদাবাদে ৪, নদিয়ায় ১৫, বীরভূমে ২, বাঁকুড়ায় ১৩, পশ্চিম মেদিনীপুরে ১৯, পূর্ব মেদিনীপুরে ১০, পূর্ব বর্ধমানে ২, পশ্চিম বর্ধমানে ৬, হাওড়ায় ২৯, হুগলিতে ৩০, উত্তর ২৪ পরগনায় ৭২, দক্ষিণ ২৪ পরগনায় ১৪। কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৩১২৮ জন। এরপরেই রয়েছে হাওড়া ও উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৫২৪ এবং ১২৫৮ জন।

করোনা মুক্তির সংখ্যাও বেড়েছে

করোনা মুক্তির সংখ্যাও বেড়েছে

এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭৭৯ জন। গত ২৪ ঘন্টায় ১৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সুস্থ হওয়ার সংখ্যা শতাংশের নিরিখে ৪০.৫১ %।

মৃত্যু হয়েছে ১৭ জনের

মৃত্যু হয়েছে ১৭ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। ফলে মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৪৩২-এ। মৃতের তালিকা থেকে কোমরবিডিটি শব্দ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কলকাতায় মৃত্যু ২৭৫ জনের

কলকাতায় মৃত্যু ২৭৫ জনের

এদিন যে ১৭ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১০ জন কলকাতা। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৬৩ জনের। এর মধ্যে রয়েছেন এদিনের ৪ জন। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দার্জিলিং-এ মৃত্যু হয়েছে ৩ জনের, কালিম্পং-এ ১, মুর্শিদাবাদে ৩, নদিয়া ২, বীরভূম ১, পশ্চিম মেদিনীপুর ১, পূর্ব মেদিনীপুর ২, পশ্চিম বর্ধমান ২, হুগলি ১২, দক্ষিণ ২৪ পরগনায় ৯ জনের মৃত্যু হয়েছে।

অন্য রাজ্যের পরিযায়ীদের থাকা, কাজের সুযোগ রয়েছে! কেন্দ্রের সরকারকে 'লকডাউন সরকার' বলে আক্রমণ মমতারঅন্য রাজ্যের পরিযায়ীদের থাকা, কাজের সুযোগ রয়েছে! কেন্দ্রের সরকারকে 'লকডাউন সরকার' বলে আক্রমণ মমতার

English summary
Total 343 people infected with Coronavirus in last 24 hours on 10 June, 13 Died. Highest no of infection in Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X