For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় কলকাতায় কমল আক্রান্তের সংখ্যা! সুস্থতার সংখ্যাতেও নয়া রেকর্ড, জেনে নিন আপনার জেলার অবস্থা

রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এবার ৩০৬৬। শনিবারের থেকে এদিন আক্রান্তের সংখ্যা সামান্যই কমেছে। এদিন মৃত্যু হয়েছে ৫১ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯৩৫ জন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এবার ৩০৬৬। শনিবারের থেকে এদিন আক্রান্তের সংখ্যা সামান্যই কমেছে। এদিন মৃত্যু হয়েছে ৫১ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৯৩৫ জন।

'ভগবান' মানস ভুঁইয়ার কথায় গ্রেফতার বিজেপি নেতা! বিস্ফোরক বিজেপি নেত্রী ভারতী ঘোষ'ভগবান' মানস ভুঁইয়ার কথায় গ্রেফতার বিজেপি নেতা! বিস্ফোরক বিজেপি নেত্রী ভারতী ঘোষ

রাজ্যে আক্রান্ত ১,১৬,৪৯৮ জন

রাজ্যে আক্রান্ত ১,১৬,৪৯৮ জন

রবিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬৬ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১,১৬,৪৯৮ জন। সংক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭২৯৯ জন।

আক্রান্তের নিরিখে কলকাতার থেকে সামান্য পিছনে উত্তর ২৪ পরগনা

আক্রান্তের নিরিখে কলকাতার থেকে সামান্য পিছনে উত্তর ২৪ পরগনা

এদিনও কলকাতায় সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদিনও একেবারে পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৫৬৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২০, কোচবিহারে ৭৭, দার্জিলিং ৭৩, কালিম্পং ১৩, জলপাইগুড়িতে ৩৫, উত্তর দিনাজপুরে ১২৮, দক্ষিণ দিনাজপুরে ১৮৫, মালদহে ১১৫, মুর্শিদাবাদে ১০৮, নদিয়ায় ৯৮, বীরভূম ২৫, পুরুলিয়া ৬, বাঁকুড়ায় ৬১, পশ্চিম মেদিনীপুরে ৬২, পূর্ব মেদিনীপুরে ২২২, পূর্ব বর্ধমানে ৬৪, পশ্চিম বর্ধমানে ১৪৭, হাওড়া ১৭৯, হুগলিতে ১০৬, উত্তর ২৪ পরগনায় ৫৬০, দক্ষিণ ২৪ পরগনায় ২১১ জন আক্রান্ত হয়েছেন।

কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২, ৩১৯ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৪৬৬৯ এবং ১১১৮৮ জন। কলকাতায় ২৪৭২৪ জনের করোনা মুক্তি ঘটেছে।

এদিন মুক্তি পেয়েছেন ২৯৩৫ জন

এদিন মুক্তি পেয়েছেন ২৯৩৫ জন

এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৬, ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় ২৯৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায়, ৬৭৮ জন। তারপরেই রয়েছে উত্তর ১২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। যথাক্রমে ৫৯৮ ও ২৩৭ জন।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

অন্যদিনের তুলনায় রবিবার সুস্থতার হার বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৭৩.৯১%, সেখানে রবিবার সুস্থতার হার ৭৪.৪৮%।

মৃত্যু হয়েছে ৫১ জনের

মৃত্যু হয়েছে ৫১ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের। শনিবার ৫৮ জনের মৃত্যু হয়েছিল। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ২৪২৮-এ।

কলকাতায় মৃত্যু ১০৭০ জনের

কলকাতায় মৃত্যু ১০৭০ জনের

এদিন যে ৫১ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১৩ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১০৭০ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ৫৬৫ জনের। এদিন সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ার মৃত্যু হয়েছে ৯ জনের।

English summary
Total 3066 people infected with Coronavirus in last 24 hours on 16 August, 51 Died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X