For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়ঙ্কর এক দৃশ্যের সাক্ষী বাংলার মানুষ! টর্নেডোর ধাক্কায় ভেঙে পড়ল ৪০টি বাড়ি, মৃত দুই

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ইয়াস। হাওয়া অফিস বলছে, রাতেই আরও শক্তিশালী রূপ নেবে এই সাইক্লোন। আর এই ঝড় আছড়ে পড়ার আগেই রাজ্যের তিন জেলায় দাপিয়ে গেল টর্নেডো। ভয়ঙ্কর তার গতি। একেবারে কুণ্ডলী পাকিয়ে আকাশ থেকে নেমে এলো ঝড়।

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ইয়াস। হাওয়া অফিস বলছে, রাতেই আরও শক্তিশালী রূপ নেবে এই সাইক্লোন। আর এই ঝড় আছড়ে পড়ার আগেই রাজ্যের তিন জেলায় দাপিয়ে গেল টর্নেডো। ভয়ঙ্কর তার গতি। একেবারে কুণ্ডলী পাকিয়ে আকাশ থেকে নেমে এলো ঝড়।

চোখের পলকে উড়িয়ে নিয়ে গেল বাড়ি ঘর। আকাশে উড়তে দেখা গেল বাড়ির চাল-টিন। কার্যত এই ছবি দেখতে অভস্ত নয় শহর কিংবা শহরতলির মানুষ। স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে নিরাপদ জায়গার জন্য ছোটাছুটি শুরু করে দেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের

মঙ্গলবার সারারাত কন্ট্রোল রুম থেকে পাহারা দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি। প্রতি মুহূর্তে আপডেট রাখছেন। আর তার আগে সন্ধেয় সাংবাদিক বৈঠক থেকে ঝড়ের আপডেট জানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন বিকেলে হুগলির চুঁচুড়ায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে। তাতে প্রায় ৪০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি দোকানেরও ক্ষতি হয়েছে। অন্যদিকে পাণ্ডুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু'জনের। বীজপুরেও ঝড়-বৃষ্টিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুরোটাই ইয়াস এফেক্ট

পুরোটাই ইয়াস এফেক্ট

পুরোটাই ইয়াস এফেক্ট বলছেন আবহাওয়াবিদরা। ইয়াস আসার আগে পকেটে পকেটে এই ধরনের টর্নেডো দেখা মিলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবহাওয়াবিদরা বলছেন হঠাৎ করে রাজ্যে এভাবে টর্নেডোর দেখা দেওয়াটা অস্বাভাবিক হলেও এটা নাকি ইয়াসেরই আগমন বার্তা। ইয়াস আসছে তার আগেই নাকি পকেটে পকেটে এই ধরনের টর্নেডো জানান দিচ্ছে। ভয়ঙ্কর সেই টর্নেডো জানাচ্ছেন সেখানকার বাসিন্দারা। আটমকাই আকাশ থেকে কালো মেঘ কুণ্ডলী পাকিয়ে জমির দিকে নেমে আসতে দেখেন তাঁরা। তার পর কয়েক কিলোমিটার জুড়ে দাপিয়ে বেরায় সেটি। যে এলাকা দিয়ে এই টর্নেডো গিয়েছে সেটা লণ্ডফন্ড করে দিয়ে গিয়েছে।

মমতার বার্তা

মমতার বার্তা

ঘটনার কথা জানার পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এমন টর্নেডো রাজ্যের তিন এলাকায় হয়েছে। তাই এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সরকারে উপর ভরসা রাখতে বলেছেন। সরকার সবরকম বিপদে রাজ্যবাসীর পাশে আছে বলে আস্বস্ত করেছেন তিনি। আজ সারারাত তিনি নবান্না থাকবেন ইয়াসের গতিবিধির দিকে নজর রাখবেন তিনি।

দুপুরের মধ্যে ইয়াসের ল্যান্ডফল

দুপুরের মধ্যে ইয়াসের ল্যান্ডফল

বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ইয়াসের ল্যান্ডফল হবে জানিয়েও সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন বৈঠকে মমতা ফের বলেন, ' যতক্ষণ ঝড়ের প্রভাব থাকবে বাড়ি থেকে বেরোবেন না। রাতে নবান্নের ওয়াররুম থেকেই নজর রাখা হবে। ' তিনি জানিয়েছেন, প্রায় ১১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

English summary
tornedo hit before yaas devasted some parts of hooghly death two
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X