For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ লক্ষ্মী পুজো, অগ্নিমূল্য বাজার সত্ত্বেও খামতি নেই দেবীর আরাধনায়

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

লক্ষ্মী
কলকাতা, ৭ অক্টোবর: আজ কোজাগরী লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে ঘরে ব্যস্ততা তুঙ্গে। ফল, সবজির বাজার আগুন। কিন্তু তাতে কী! ধনদেবীর আরাধনা বলে কথা! তাই চড়া দামে জিনিসপত্র কিনেই সাজিয়ে দেওয়া হয়েছে দেবীর সামনে।

লক্ষ্মী পুজোয় সুযোগ বুঝে যথেচ্ছ কোপ মারছে ব্যবসায়ীরা। কলকাতার বিভিন্ন ফলের বাজার আগুন। দুর্গা পুজোতেও যে শসা বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা কিলো দরে, তা-ই এখন দাঁড়িয়েছে ৬০ টাকা। পানিফল ৭০ টাকা, পেয়ারা ৬০ টাকা, আতা ১০০ টাকা, নাশপাতি ৮০ টাকা, বেদানা ১০০ টাকা, আপেল ৯০-১০০ টাকা, আনারস ৪০ টাকা, আঙুর ২০০ টাকা কিলো দরে বিক্রি হয়েছে। কাঁঠালি কলা ৩০ টাকা ডজন দরে বিক্রি হয়েছে।

লক্ষ্মী ঠাকুরের প্রিয় খিচুড়িভোগ রান্নার উপকরণও অগ্নিমূল্য। ফুলকপি ও বাঁধাকপির খুচরো দর উঠেছে যথাক্রমে ২৫ টাকা ও ৩৫ টাকা পিস। তা-ও আকারে এমন কিছু বড়সড় নয়। লাবড়া রান্নার উপকরণ যথাক্রমে পালং শাক ও মুলো ৪০ টাকা কিলো দরে বিক্রি হয়েছে। বেগুনের কিলো চড়েছে ৫০-৬০ টাকা। কুমড়োও বিক্রি হয়েছে ২০ টাকা কিলো দরে।

খই ও মুড়কি বিক্রি হয়েছে যথাক্রমে ১০০ টাকা ও ৮০ টাকা কিলো দরে। যে নারকেল ছাড়া নাড়ু হয় না, তা-ও বিক্রি হয়েছে ২৫-৩০ টাকা পিস।

লিলিপুট সাইজের লক্ষ্মী প্রতিমা বিক্রি হয়েছে ১০০ টাকায়। এক ফুট উচ্চতার ঠাকুর বিক্রি হয়েছে ৫০০-৫৫০ টাকায়।

English summary
Today is Laxmi Puja, Bengalis in festive mood
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X