For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

WB Election Result 2022: আজ জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ ৬টি ওয়ার্ডের উপনির্বাচনের ফল প্রকাশ

WB Election Result 2022: আজ জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ ৬টি ওয়ার্ডের উপনির্বাচনের ফল প্রকাশ

Google Oneindia Bengali News

আজ সকাল থেকেই পাহাড়ে উত্তাপ। জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদ সহ ৬ পুরওয়ার্ডের উপনির্বাচনের ফলাফল প্রকাশ। সকাল থেকেই গণনাকেন্দ্র গুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিশেষ নজরে রয়েছে জিটিএ নির্বাচনের ফলাফল। কারণ দীর্ঘ ১০ বছর পর জিটিএ নির্বাচন হয়েছে। তাই নিয়ে বিরোধিতাও কম হয়নি।

৬টি ওয়ার্ডের উপনির্বাচনের ফল প্রকাশ

পাহাড়ে ১০ বছর পর হয়েছে জিটিএ নির্বাচন। এই নিয়ে পাহাড়ের একাধিক রাজনৈতিক দলের আপত্তি ছিল। ভোট বয়কট করেছিলেন বিমল গুরুং। বিজেপিও ভোটের অংশ হয়নি। এমনকী জিএনএল এফ ভোট দেয়নি। বাকি রাজনৈতিক দলগুলি অংশ নিয়েছিলেন। ভোট গ্রহন মোটের উপরে শান্তিপূর্ণই হয়েছিল। যদিও ভোটের দিন ক্ষোভ প্রকাশ করেছিলেন বিমল গুরুং।

একই সঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদেরও আজ ভোট গণনা। ভোটের দিন শিলিগুড়ির একাধিক জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছিল। শাসক দলের নেতা কর্মীর সঙ্গের সংঘর্ষ বেঁধেছিল নির্দল প্রার্থীর কর্মীর সমর্থকদের। নির্দল প্রার্থীকে মারধর করা হয়েছিল ভোটের। কমিশনে এমনই অভিযোগ দায়ের হয়েছে। ভোটের দিন বারবার উত্তপ্ত হয় উঠেছিল ফাঁসিদাওয়া। আজ শিলিগুড়ি মহকুমা পরিষদেরও উপনির্বাচন। এছাড়াও রাজ্যের আরও ৫ পুরসভার উপনির্বাতনের ফলাফলও আজই প্রকাশিত হচ্ছ।

জিটিএ-র ৪৫টি আসনের ভোটগণনা কেন্দ্র রয়েছে দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পংয়ে। ১ নম্বর থেকে ১৭ নম্বর আসনের ভোট গণনা কেন্দ্র দার্জিলিং। ১৮ নম্বর থেকে থেকে ৩২ নম্বর আসনের ভোট গণনা কার্শিয়ংয়ে। আর ৩৩ নম্বর থেকে ৪৫ নম্বর আসনের ভোটগণনা কালিম্পং জেলায়। আর শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন, ৪টি গ্রাম সমিতির ৬৬টি আসন এবং মহকুমা পরিষদের ৯টি আসনেও আজ গণনা চলছে। মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া -সহ ৪টি ব্লকে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ভোট গণনা। স্ট্রংরুম ও গণনাকেন্দ্র জুড়ে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা।

সময়ের অপেক্ষা, পিএসি চেয়ারম্যান হতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণা কল্যাণীসময়ের অপেক্ষা, পিএসি চেয়ারম্যান হতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণা কল্যাণী

English summary
GTA-Siliguri Mahakuma Parishad and 6 more Word by election result
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X