For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌অ্যাপ বাসে পরিষেবা দেওয়ার জন্য সংস্থাকে সরকারের নয়া নীতি মেনে চলতে হবে

‌অ্যাপ বাসে পরিষেবা দেওয়ার জন্য সংস্থাকে সরকারের নয়া নীতি মেনে চলতে হবে

Google Oneindia Bengali News

অ্যাপ বাসের জন্য নতুন নিয়ম চালু করল পশ্চিমবঙ্গ সরকার। এই অ্যাপে কাজ করার জন্য লাইসেন্স পেতে গেলে পরিষেবা প্রদানকারীকে নিয়ম মেনে চলতে হবে।

‌অ্যাপ বাসে পরিষেবা দেওয়ার জন্য সংস্থাকে সরকারের নয়া নীতি মেনে চলতে হবে

অ্যাপ ক্যাবের মতোই অ্যাপ বাসের নীতি

অ্যাপ ক্যাবগুলির মতো পরিবহন বিভাগ একটি নীতি প্রস্তুত করেছে। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে কোনও সংস্থা যদি এই অ্যাপে সংযোগ হওয়ার জন্য লাইসেন্স চায় তবে সেই সংস্থাকে বিশেষ কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যার মধ্যে যাত্রী সুরক্ষা ও গাড়ির ফিটনেস গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এই নীতি প্রস্তুত হয়ে গিয়েছে এবং তা মার্চ মাস থেকেই কার্যকর হবে। কলকাতায় অ্যাপ ক্যাব আসার পাঁচ বছর পর অ্যাপ বাসের জন্য নীতি প্রস্তুত করা হয় এবং লাইসেন্স পাওয়ার জন্য অনেক সংস্থাই লাইন দিয়ে ছিল বলে জানা গিয়েছে।

সরকারের নতুন নীতি

এই নীতি অনুযায়ী, বাসগুলিতে সাতদিনের রেকর্ড রাখার ব্যবস্থা সব জিপিএস ডিভাইস ও সিসি ক্যামেরা রাখতে হবে। অ্যাপ ক্যাবের মতোই বাসেই থাকবে প্যানিক বাটন এবং প্রতিটি বাসে একজন করে থাকবেন, যিনি বাসের গতিবিধির ওপর লক্ষ্য রাখবেন। বাস চালক বা প্রতিনিধি কোনওভাবেই যাত্রীদের রুট পরিবর্তন করতে পারবেন না এবং যেখানে–সেখানে দাঁড়াতে পারবে না বাস। নীতি অনুযায়ী, অ্যাপ বাস অপারেটররা অন ডিমান্ড ট্রান্সপোর্টেশন টেকনোলজি এগ্রিগ্রেটারের (‌ওডিটিটিএ)‌ আওতায় আসবে। এর অর্থ হল পরিচালন সংস্থা নিজে বা ভাড়া করে অথবা লিজ নিয়ে কোনও বাস নিতে পারবে না। ওডিটিটিএ হিসাবে লাইসেন্স পাওয়ার জন্য কোনও সংস্থার রাজ্যের যে কোনও জাগায় তার নিজস্ব অফিস থাকতে হবে এবং সেই অফিসের দায়িত্বে থাকা ব্যক্তির বিভাগীয় বিবরণ অবশ্যই সরবরাহ করতে হবে।

যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা

পরিবহন বিভাগ থেকে জানানো হয়েছে, '‌সংস্থা অবশ্যই চালকদের পূর্ববর্তী রেকর্ড যাচাই করে নেবে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীদের পাঁচজনের সঙ্গে তাঁর লোকেশন শেয়ার করার স্বাধীনতা থাকবে। এমনকী যদি দরকার পড়ে তবে যাত্রীরা পুলিশের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এই অ্যাপের মাধ্যমে।’‌ অন্য এক সরকারি কর্মকর্তার কথায় ব্যক্তিগত গাড়িতে যে স্বাচ্ছন্দ্য পাওয়া যায় সেই একই স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে এই অ্যাপ বাসে। তাছাড়া রাস্তায় যানজট এড়াতেও এই অ্যাপ বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাপ বাসগুলি নিশ্চিত করবে যে হাওড়া বা শিয়ালদহ স্টেশন বা এমনকি বিমানবন্দর থেকে কোনও নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার কোনও ঝামেলা নেই।

অ্যাপ ক্যাব সরকারের নীতি মেনে নিয়েছে

শাটল বাস পরিষেবার শহরের ম্যানেজার আনন্দ শাহ বলেন, '‌অ্যাপ বাস হল তাঁদের জন্য যাঁরা সাধারণত নিজেদের গাড়ি বা অ্যাপ ক্যাবের ওপরই রোজকার যাতায়াতের জন্য নির্ভরশীল।’‌ তিনি জানান, অ্যাপ ক্যাবের চেয়ে একের আট শতাংশ কম খরচে এই বাস পরিষেবা দেওয়া হবে। অ্যাপ বাস এখন সরকারের নীতির জন্য অপেক্ষা করছে। এই অ্যাপ বাসগুলি পরিবেশবান্ধবও।

English summary
The transport department has prepared a policy, similar to the one for app cabs. A company which wants a licence to operate as an “app-based aggregator” will have to follow certain conditions, including ones that aim to ensure the safety of passengers and the fitness of vehicles.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X