For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোটকাণ্ডে মৃত দুই পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, পরিবারের একজন করে সদস্যকে চাকরির ঘোষণা

নোটকাণ্ডে মৃত দুই ব্যক্তির পরিবারের একজন করে সদস্যকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৯ ডিসেম্বর : নোটকাণ্ডে মৃত দুই ব্যক্তির পরিবারের একজন করে সদস্যকে চাকরি দিচ্ছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, কালনায় মৃত কৃষকের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। আর বেহালা পর্ণশ্রীর বাসিন্দা কল্লোল রায়চৌধুরীর স্ত্রীকেও চাকরি দেওয়া হবে ঘোষণা তাঁরা।

উল্লেখ্য কালনার সমবায় ব্যাঙ্কে নোটের লাইনে মৃত্যু হয়েছিল ওই কৃষকের। নেহাতই দীন-দরিদ্র পরিবার। একমাত্র উপার্জনকারী ছিলেন ওই ব্যক্তি। তাই তাঁর মৃত্যুতে সংসারটাই ভেসে যাবে। সেই মানবিক দিকের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বিবেচনা করেন।

নোটকাণ্ডে মৃত দুই পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, পরিবারের একজন করে সদস্যকে চাকরির ঘোষণা বিধান

শুধু কালনার ওই কৃষকই নন, মুখ্যমন্ত্রী সহানুভূতি আদায় করে নিয়েছেন বেহালার পর্ণশ্রীর কল্লোল রায়চৌধুরীর পরিবারও। কল্লোলবাবু কোচবিহারে কর্মরত ছিলেন। তিনি একজন সরকারি কর্মী। বাড়ি ফেরার পথে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এটিএম লাইনে দাঁড়িয়েছিলেন কল্লোলবাবু। তখনই তিনি অসুস্থতা অনুভব করেন। পড়ে যান সিঁড়ির উপর। দীর্ঘক্ষণ নোটের লাইনের পাশেই পড়ে থাকেন তিনি। তাঁকে ডিঙিয়ে লোকে নোটের লাইনে দাঁড়াতে ব্যস্ত, কিন্তু কেউ এগিয়ে আসেননি তাঁর শুশ্রুষায়। তাই একপ্রকার বিনা চিকিৎসায় কল্লোলবাবুর মৃত্যু হয়। এটিএমের নিরাপত্তারক্ষী যখন তাঁকে হাসাপাতালে নিয়ে যান, তখন অনেক দেরি হয়ে গিয়েছে।

এরপরই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এগিয়ে আসেন মৃত সরকারি কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে। এদিন মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন। কল্লোলবাবুর স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ক'দিন আগেই বিরোধী দলনেতা আবদুল মান্নান প্রশ্ন তুলেছিলেন, নোটকাণ্ডে সব থেকে সরব আমাদের মুখ্যমন্ত্রী। কিন্তু শুধু সরব হলেই তো হবে না, রাজ্যেরও একটা দায়িত্ব থাকে, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করার। রাজ্য সরকারের এ ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। এদিন মুখ্যমন্ত্রী দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তার জবাব দিলেন।

English summary
Due to the note cancellation to one member of two family is employed by the state government. Chief Minister Mamata Banerjee announced this in Assembly on Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X