For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হবে বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান, রাজ্যে ছুটি বাতিল পুলিশদের

হবে বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান, রাজ্যে ছুটি বাতিল পুলিশদের

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বগটুই গিয়েছিলেন। তিনি রাজ্যের পুলিশকে নির্দেশ দিয়েছেন যে যত বেআইনি অস্ত্র আছে তা বাজেয়াপ্ত করতে হবে। পাশাপাশি পুলিশকেবিশেষ ব্যবস্থা নিতে হবে । এই নির্দেশের পরে রাজ্য পুলিশের বিশেষ নির্দেশ জারি করে। জানিয়ে দেয় যে, আগামী ১০ দিন সব জেলার সিপি-এসপি কাউকেই নিজের এলাকা ছেড়ে বাইরে যাওয়া যাবে না। দশদিন চলবে বিশেষ অভিযান। রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধারের কাজ। তাই ছুটি বাতিল।

হবে বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযান, রাজ্যে ছুটি বাতিল পুলিশদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালেই রামপুরহাট যান। মৃতের পরিবারের সঙ্গে সেখানে তিনি কথা বলেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার পুলিশকে নির্দেশ দেন। নির্দেশ দেন যে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হুসেনকে যেন গ্রেফতার করা হয়। পুলিশকে বলেন, বেআইনি অস্ত্র উদ্ধার করতে হবে অবিলম্বেই রাজ্যের সমস্ত জায়গা থেকে । ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে পুলিশকে। পুলিশের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই হবে কাজ।

সাসপেন্ড এসডিপিও সায়ন আহমেদও, বগটুই গ্রামে পৌঁছলেন মনোজ মালব্য সাসপেন্ড এসডিপিও সায়ন আহমেদও, বগটুই গ্রামে পৌঁছলেন মনোজ মালব্য

আগামী ১০ দিন অভিযান চালাবে পুলিশ। রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করার হবে। এটাই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে। এই অভিযান শুরু করা হবে আজ থেকেই । সমস্ত এসপি ও সিপিদের নির্দেশ দেওয়া হচ্ছে যে সবাই যেন সমস্ত বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতেজ অভিযান শুরু করেন। এই অভিযানের বিষয়ে যেন উদ্যোগ নেওয়া হয়। তা ভলে দেওয়া হয় ডিআইজি ও জোনাল আইজি ও এডিজিডের। তাঁরা যেন নিজেরা উপস্থিত থেকে এই কাজ করান তা বলা হয়। জমা দিতে হবে। এই নিয়ে রিপোর্টও।

English summary
police holiday cancelled for next 10 days on rampurhat case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X