For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ভার্চুয়াল সমাবেশের আগে #TMCPFoundationDay সবার উপরে, শীর্ষে ‘দিদি’ও

এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হচ্ছে। করোনা আবহে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনও সেই ভার্চুয়াল।

Google Oneindia Bengali News

এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হচ্ছে। করোনা আবহে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনও সেই ভার্চুয়াল। ভার্চুয়াল সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই সমাবেশ যখন ভার্চুয়াল, সোশ্যাল মিডিয়াও সক্রিয়, সক্রিয় তৃণমূলের আইটি সেল। তার দৌলতে সবার শীর্ষে #TMCPFoundationDay।

#TMCPFoundationDay সবার শীর্ষে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সমাবেশের প্রাক্কালে টুইটার ট্রেন্ডিংয়ে #TMCPFoundationDay পৌঁছে যায় সবার শীর্ষে। তিন লক্ষেরও বেশি টুইট নিয়ে টুইটার ট্রেন্ডিংয়ে এক নম্বরে #TMCPFoundationDay। তৃণমূল ছাত্র পরিষদের প্রতি দিবস হ্যাশট্যাগ ছাড়াও একইসঙ্গে ট্রেন্ডিংয়ে রয়েছে দিদি হ্যাশট্যাগটি (#Didi)।

৩ লক্ষ টুইট #TMCPFoundationDay-তে

৩ লক্ষ টুইট #TMCPFoundationDay-তে

শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলের তরফে পোস্ট করে জানানো হয়, বেলা ১টার মধ্যে ৩ লক্ষ টুইট হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ দেওয়ার কথা ছিল দুটোয়। দুটোর অদ্যাবধি পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুরু হয়। তারপর ভার্চুয়াল ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভার্চুয়াল সমাবেশে তৃণমূল সুপ্রিমো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা দেন, তা শুনতেই উৎসাহ ছিল তুঙ্গে।

বাংলার পাশাপাশি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরাতেও

বাংলার পাশাপাশি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরাতেও

করোনা পরিস্থিতিতে ২০২০-র ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও ছিল ভার্চুয়াল। এবারও সেই একই পথে হেঁটে ভার্চুয়াল সমাবেশের আয়োজন করা হয়। এবার বাংলার পাশাপাশি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরাতেও পালিত হয়। সেখানে ভার্চুয়াল সমাবেশ শোনার ব্যবস্থা করা হয়। এদিন সকালেই টুইটারে ছাত্র-যুবদের শুভেচ্ছা জানান সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা-অভিষেকের টুইটের পর টুইটারে ঝড়

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ছাত্র-যুব, তরুণ তুর্কিদের জন্য গর্ববোধ করছেন তিনি। অভিষেক বন্যোপাপাধ্যায় লেখেন- ছাত্ররাই আমাদের গর্ব। ছাত্রদের সংঘবদ্ধ শক্তি গোটা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। মমতা-অভিষেকের টুইটের পর টুইটারে ঝড় বইতে শুরু করে #TMCPFoundationDay-তে।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ত্রিপুরায়

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ত্রিপুরায়

শুধু বাংলায় নয়, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরার আগরতলা সার্কিট হাউসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ শান্তনু সেন। তৃণমূলের পতাকা উত্তোলন করেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন ত্রিপুরার ছাত্র নেত্রী সোলাঙ্কি সেন।

ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে

ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে

এ বছরের কর্মসূচিতে প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করা হয়। ভবিষ্যৎ ভাবনা নিয়ে নেতাদের প্রশ্ন করতে পারেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহল মনে করছে, এটা একেবারেই নতুন একটি পরিকল্পনা। এ যাবৎকাল এমন কোনও কর্মসূচি নেওয়া হয়নি। এই প্রশ্নোত্তর পর্ব নিয়েও সকাল থেকে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল প্রবল।

English summary
#TMCPFoundationDay is on the top with #Didi during Mamata Banerjee’s virtual campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X