For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কাকে দেখে 'জয় বাংলা' স্লোগান! সম্বিত পাত্রকে দেখে 'পরদেশি' গান গাইলেন তৃণমূল কর্মীরা

প্রিয়াঙ্কাকে দেখে 'জয় বাংলা' স্লোগান! সম্বিত পাত্রকে দেখে 'পরদেশি' গান গাইলেন তৃণমূল কর্মীরা

Google Oneindia Bengali News

ভবানীপুর কেন্দ্রে ভোটের আর হাতে গোটা কয়েকটা দিন বাকি। পরের বৃহস্পতিবারই ভোট। জোর কদমে তাই প্রচার শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলগুলি। সকাল থেকেই তাই সরগরম ভবানীপুর। প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে সঙ্গে ভবানীপুরে আজ রঙিন প্রচার সেরেছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। প্রিয়াঙ্কাকে দেখেই তৃণমূল কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে থাকেন জয়বাংলা। তারপরেই পরদেশি গান ধরেন তাঁরা।

ভবানীপুরে সম্বিতকে দেখে গান

ভবানীপুরে সম্বিতকে দেখে গান

ভবানীপুরে প্রচারে গিয়ে ফের প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে শুনতে হল জয় বাংলা স্লোগান। এবার সম্বিত পাত্রকে সঙ্গে নিয়ে ভবানীপুরের রাস্তায় বেরোতেই শুনতে হল জয় বাংলা স্লোগান। সেই রেশ কাটতে না কাটতেই তাঁদের দেখে জনপ্রিয় হিন্দি গান পরদেশি সুর তোলের তৃণমূল কংগ্রেস কর্মীরা। হিন্দি ছবির বিখ্যাত গান, 'তুম তো ঠ্যাহরে পরদেশি'। তাঁরা বলেন, বাইরে থেকে এসেছেন। সময় হলেই চলে যাবেন। কিন্তু ভবানীপুরের প্রয়োজনে পাশে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সরবত বানালেন সম্বিত পাত্র

সরবত বানালেন সম্বিত পাত্র

তবে তৃণমূল কংগ্রেস কর্মীদের কীর্তিতে আমোল না দিয়েই প্রার্থীকে নিয়ে প্রচারে মন দেন সম্বিত পাত্র। উল্টে ছাতুর শরবত বানিয়ে সকলকে খাওয়ান তিনি। ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ডের দইপট্টি এলাকা থেকে প্রচার করেন সম্বিত পাত্র। লেডিস পার্ক পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে প্রতার করেন তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা জানেন তিনি। বিজেপি জয় পেলে তাঁদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা

রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা

গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন বিজেপি নেতারা। বিজেপি কর্মীর দেহ নিয়ে এসে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন অর্জুন সিং, সুকান্ত মজুমদার, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা। জোর করে তাঁদের সেখান থেকে তুলতে গিয়ে ধাক্কা ধাক্কি শুরু হয়। তারপরেই কালীঘাট থানার পুলিশ বিজেপির রাজ্য সভাপতি, অর্জুন সিং এবং প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন। পাল্টা পুলিশের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। গতকাল সাংসদদের সঙ্গে অভব্য আচরণ করেছে পুলিশ এমনই অভিযোগ করেছেন দিলীপ।

মমতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের

মমতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের

বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রেক্ষিতে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পাল্টা তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা উচিত। এদিকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে বারবারই ভবানীপুরে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সেকারণে প্রার্থীর প্রচার কর্মসূচি গোপন রাখা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Recommended Video

ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালের সাথে প্রচারে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র

English summary
Bhabanipur By election campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X