For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দেওয়ার পরই মোহভঙ্গ, ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলে ফিরলেন দলত্যাগীরা

দুপুরে কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কর্মীরা। সন্ধ্যাতেই তাঁরা ফের তৃণমূলে নাম লেখালেন।

Google Oneindia Bengali News

এক রাতও কাটল না, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন কর্মীরা। দুপুরে কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কর্মীরা। সন্ধ্যাতেই তাঁরা ফের তৃণমূলে নাম লেখালেন। বিজেপির যোগদান পর্ব জোর ধাক্কা খেল কোচবিহারে। তৃণমূলকর্মীদের মোহভঙ্গ হল। ফের ফিরলেন ঘরে।

দুপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে

দুপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে

কোচবিহারের বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান অনুষ্ঠান হয়েছিল। বিজেপিতে যোগদান করেছিলেন ওকারাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা। বিজেপি দাবি করেছিল, প্রায় শ-দুয়েক কর্মী ওইদিন যোগ দেন পদ্মশিবিরে। সাংসদ পদপ্রার্থী নিশীথ প্রামাণিকের হাত ধরে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

সন্ধ্যায় ভোলবদলে তৃণমূলে ফেরা

সন্ধ্যায় ভোলবদলে তৃণমূলে ফেরা

এরপর ওই গ্রাম পঞ্চায়েতের দলত্যাগী তৃণমূলকর্মীদের ফের ঘর ওয়াপসি হয়। তাঁরা বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন। দুপুরে যোগদানের পর সন্ধ্যাতেই ভোলবদলে তাঁরা ঘরে ফিরে আসেন। বিজেপি জোর ধাক্কা খায় কর্মীরা তৃণমূলে ফিরে যাওয়ায়। কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিনহাটা এক নম্বর বল্ক সভাপতি নুর আলম হোসেন।

তৃণমূলে ফিরে বিস্ফোরক অভিযোগ

তৃণমূলে ফিরে বিস্ফোরক অভিযোগ

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা কর্মীরা অভিযোগ করেন, বিজেপি সাম্প্রদায়িক দল। মিথ্যা কথা বলে তাঁদের নিয়ে গিয়ে যোগদান করায়। তাঁরা ন'জন বিজেপির পতাকা হাতে তুলে নেন, অথচ বিজেপির পক্ষ থেকে বলা হয় দুই শতাধিক তৃণমূল কর্মী যোগদান করেন।

[আরও পড়ুন: বিজেপির ডুবন্ত নৌকাকে অক্সিজেন জোগানোর আপ্রাণ চেষ্টা! মোদীর বিরুদ্ধে কমিশনে মমতা][আরও পড়ুন: বিজেপির ডুবন্ত নৌকাকে অক্সিজেন জোগানোর আপ্রাণ চেষ্টা! মোদীর বিরুদ্ধে কমিশনে মমতা]

মিথ্যা প্রলোভনের অভিযোগ তৃণমূলের

মিথ্যা প্রলোভনের অভিযোগ তৃণমূলের

তৃণমূলের ব্লক সভাপতি নুর আলম হোসেন বলেন, বিজেপি মিথ্যা প্রলোভন দেখিয়ে তাঁদের কর্মীদের নিয়ে গিয়েছিল বিজেপিতে যোগদান করানোর জন্য। তাঁরা বাড়ি ফিরে আসার পর বুঝতে পারেন তাঁদের ভুল। এরপরই তৃণমূলের সঙ্গে যোগদান করে ফের দলে ফিরে আসেন।

[আরও পড়ুন: উস্কানিমূলক মন্তব্য! বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ৭ টি ধারায় মামলা][আরও পড়ুন: উস্কানিমূলক মন্তব্য! বসিরহাটের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ৭ টি ধারায় মামলা]

English summary
TMC workers rejoin in Party after joining in BJP within 24 hours. BJP is in great trouble due to return of TMC workers,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X