For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ সব্যসাচীর, ‘আপদ বিদায়’ সেলিব্রেশনে মাতল নিউটাউন

অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। তাঁর বিজেপিতে যোগদানের পরই উৎসবে মেতে উঠল তৃণমূল কংগ্রেস।

Google Oneindia Bengali News

অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত। তাঁর বিজেপিতে যোগদানের পরই উৎসবে মেতে উঠল তৃণমূল কংগ্রেস। নিউটাউনের ঘূর্ণিতে বিজয় উৎসব পালন করল তারা। তাঁদের কথায়, এই উৎসব আসলে 'আপদ বিদায়' সেলিব্রেশন। সব্যসাচীর বিজেপিতে যোগদানে খুশির জোয়ার নিউটাউনের তৃণমূলীদের মধ্যে।

একেবারেই নজিরবিহীন

একেবারেই নজিরবিহীন

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগ দেন সব্যসাচী। আর তারপরই উৎসব শুরু হয়ে যায় নিউটাউনে। একেবারেই অভিনব এই উদ্যোগ। কোনও নেতা দল ছাড়ার পর এভাবে উৎসবে মেতে ওঠা একেবারেই নজিরবিহীন।

অকাল হোলি তৃণমূলে

অকাল হোলি তৃণমূলে

নিউটাউনের তৃণমূল নেতা মহম্মদ আফতাবউদ্দিনের নেতৃ্ত্বে অকাল হোলিতে মেতে ওঠেন সবাই। আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলকর্মীরা। বাজি ফাটিয়ে উৎসব চলে। মিষ্টিমুখ করেন। এভাবেই চলে আপদ বিদায় সেলিব্রেশন। রাজনৈতিক মহল মনে করছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে তীব্র ছিল এলাকায়, তারই প্রতীক।

সব্যসাচী নেই, লড়াইও নেই

সব্যসাচী নেই, লড়াইও নেই

এখন সব্যসাচী বিজেপিতে যোগ দেওয়ার পর আর সেই কোন্দল রইল না। সব্যসাচী বনাম কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে সুপ্ত লড়াইয়ের কথা সর্বজনবিদিত ছিল। সব্যসাচী তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়ায় দলের অভ্যন্তরে সেই লড়াই আপাতত অতীত। নিউটাউন তৃণমূলের রাশ এখন পুরোটাই কাকলি ঘোষ দস্তিদারের হাতে।

জল্পনার অবসানে গেরুয়া সব্যসাচী

জল্পনার অবসানে গেরুয়া সব্যসাচী

উল্লেখ্য, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপি পতাকা তুলে নেন সব্যসাচী। দিলীপ ঘোষ তাঁর হাতে পতাকা তুলে দেন। অমিত শাহ উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। বুকে জড়িয়ে ধরেন। সব্যসাচী এরপর অভিযোগ করেন বাংলাকে পাকিস্তানে পরিণত করার চক্রান্ত চলছে, অমিতজি আপনি বাঁচান।

English summary
TMC celebrate festival after Sabyasachi Dutta’s joining in BJP. Newtown TMC gives message to Sabyasachi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X