For Daily Alerts
পূর্ব বর্ধমানে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ! খুনের অভিযোগ দলের
বুধবার পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর দেহ । তৃণমূল কংগ্রেসের দাবি, অনিল মাঝি নামের এই ব্যক্তিকে খুন করা হয়েছে। তাঁর বাড়ি মাধবডিহির পূর্ব পাড়া । বাড়ির কাছে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে তার দেহ। অন্য একটি পুকুরের পাশে থেকে উদ্ধার করা হয়েছে তার মোটর সাইকেল। যেখানে তার দেহ পাওয়া যায় সেটি থানার থেকে খুব দূরে নয়।

এলাকার বিধায়ক নেপাল ঘডুই ও পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, অনিল সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী । তাঁকে খুন করে বিজেপির লোকজন ।
এই অভিযোগ অস্বীকার করে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা বলেন, এই ঘটনায় বিজেপির লোকজন জড়িত না । তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে খুন করা হয়েছে অনিল মাঝিকে ।