For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের উসকানির পর তৃণমূলের গাড়িতে ভাঙচুর-মারধর, উত্তেজনা বাঁকুড়া-হুগলিতে

শনিবারই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের গাড়ি আটকানোর হুমকি দিয়েছিলেন। বলেছিলেন কাটমানির টাকা ফেরত না দেওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে।

Google Oneindia Bengali News

শনিবারই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের গাড়ি আটকানোর হুমকি দিয়েছিলেন। বলেছিলেন কাটমানির টাকা ফেরত না দেওয়া পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে। সেই হুমকির পর বাঁকুড়া জেলার ইন্দাস ও হুগলির গুড়াপে তৃণমূল কংগ্রেস কর্মীদের গাড়ি আটকে ভাঙচুর করার ‌অভিযোগ উঠল।

দিলীপের উসকানির পর তৃণমূলের গাড়িতে ভাঙচুর-মারধর, উত্তেজনা বাঁকুড়া-হুগলিতে

তৃণমূলের অভিযোগের তির বিজেপির ‌বিরূদ্ধে। শুধু বাঁকুড়া নয়, হুগলিতেও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপর হামলা করা হল। কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে কর্মী-সমর্থকদের গাড়ি আটকানো হয়। গাড়ি থেকে কর্মী-সমর্থকদের নামিয়ে মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, একাধিক গাড়িতে ভাঙচুর করা হয়।

তৃণমূলের গাড়ি আটকানোর পর উত্তেজনা তৈরি হয় এলাকায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর গাড়িগুলো কলকাতার দিকে রওনা দেয়। হুগলির গুড়াপে বাস ভাঙচুর করা হয়েছে। এখানেও অভিযোগর তির বিজেপির দিকে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল এই জেলার ওন্দায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের গাড়ি আটকানোর কথা বলেন।

উল্লেখ্য, দিলীপ ঘোষের কাটমানি মন্তব্যের জেরে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারপর দিলীপ ঘোষ পাল্টা হুঁশিয়ারি দেন, এফআইআর যখন হয়েছে তখন গন্ডগোল করব। সেই উসকানির পর দেখা গিয়েছে বিজেপি গন্ডগোল পাকানোর চেষ্টা করেছে।

English summary
TMC workers are attacked in way of Dharmatala Shahid Divas. BJP is alleged to attack TMC in Bankura and Hoogli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X