For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের সভাগামী বাসে 'হামলা'! রাজনাথ ও মুখ্যসচিবকে চিঠি বিজেপি নেতৃত্বের

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। শুক্রবার রাতে এই সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, প্রথমে কলকাতাগামী তাদের বাসে হামলা চালানো হয়। বাস ভাঙচুর করা হয়।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বিজেপি তৃণমূল সংঘর্ষ। শুক্রবার রাতে এই সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, প্রথমে কলকাতাগামী তাদের বাসে হামলা চালানো হয়। বাস ভাঙচুর করা হয়। রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অমিত শাহের সভাগামী বাসে হামলা! রাজনাথ ও মুখ্যসচিবকে চিঠি বিজেপি নেতৃত্বের

মেয়ো রোডে অমিত শাহের সভা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেরকমই একাধিক বাসে পশ্চিম মেদিনীপুর থেকে রওনা হয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। চন্দ্রকোণা টাউনের নয়াবসত এলাকায় বাস আসতেই সেখানে ইটপাটকেল পড়তে থাকে বলে অভিযোগ। রাত দশটা নাগাদ হওয়া এই হামলায় বাসের কাঁচ ভেঙে যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক অল্প-বিস্তর আহত হন বলে জানা গিয়েছে।

বিজেপির অভিযোগ, তৃণমূল এই হামলা চালিয়েছে। তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

বাসে হামলার পরেই রাস্তায় অবরোধ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানে তৃণমূলের সঙ্গে বিজেপি সংঘর্ষ হয় বলেও জানা গিয়েছে।

এদিকে এই ঘটনার জেরে দলীয় কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রাজ্য বিজেপি। রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও বিষয়টি নিয়ে চিঠি দেওয়া হয় বলে জানা গিয়েছে।

English summary
TMC workers allegedly attacked a bus full of BJP workers in Chandrakona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X