For Daily Alerts
তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু ঘিরে রহস্য হুগলিতে
তৃণমূল কংগ্রেসের এক কর্মী কে খুন করা হয়েছে বলে অভিযোগ করল হুগলি জেলার আরামবাগ এলাকার তৃণমূল কংগ্রেসের লোকজন। শনিবার রাতে আরামবাগ গোঘাট রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয় নজরুল ইসলাম নামের ওই যুবকের মৃতদেহ।

তৃণমূল কংগ্রেসের ও তার পরিবারের দাবি নজরুল ইসলাম কে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে যে তার জামা খুলে পাশে রাখা হয়েছিল। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
এলাকার তৃণমূল কংগ্রেস নেতা স্বপন নন্দী অভিযোগ করেন যে নজরুল ইসলাম তাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং তাঁকে খুন করা হয়েছে।