For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্দুক উঁচিয়ে বাইক মিছিলে উঠল 'মা মাটি মানুষ জিন্দাবাদ' স্লোগান, বীরভূমে ভোট শান্তিপূর্ণ হবে তো?

আগামী ২৯ শে এপ্রিল বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। তার আগে এদিন শ' দুয়েক তৃণমূল কর্মী-সমর্থক বাইক মিছিল করে এলাকা দাপাল।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

আগামী ২৯ শে এপ্রিল বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। তার আগে এদিন শ' দুয়েক তৃণমূল কর্মী-সমর্থক বাইক মিছিল করে এলাকা দাপাল। শুধু বাইক মিছিল বললে ভুল হবে, সেই বাইক মিছিল থেকে এক কর্মী পিস্তল উঁচিয়ে এলাকায় তাদের উপস্থিতি জানান দিলেন বন্দে মাতরম স্লোগানে।

বাইক মিছিলে বন্দুক উঁচিয়ে মা মাটি মানুষ জিন্দাবাদ স্লোগান

প্রকাশ্য রাস্তায়, হাতে বন্দুক নিয়ে মা মাটি মানুষের স্লোগান তুললেন সেই তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া এলাকার হরিসড়া গ্রাম পঞ্চায়েতে। এদিন সকালে ওই এলাকায় অঞ্চল সভাপতি প্রশান্ত মন্ডলের নেতৃত্বে শ'খানেক তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বের হয় বাইক মিছিল।অভিযোগ, সেই মিছিলে এক তৃণমূল কর্মী এমন ঘটনা ঘটান।

ঘটনার কথা অঞ্চল সভাপতি প্রশান্ত মন্ডল প্রথমে অস্বীকার করলেও পরে তিনি জানান, 'কর্মীর হাতে বন্দুক বা পিস্তল ছিল, তবে সেটা আসল নয় খেলনা।'

অন্যদিকে ব্লক সভাপতি সাবের আলি জানান, 'আজ আমরা পর্যাপ্ত অনুমতি নিয়েই বাইক মিছিলের আয়োজন করেছিলাম। বাইক মিছিল থেকে বন্দুক নিয়ে ভয় দেখানোর বিষয় আমি জানি না। তবে এমন ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেটি আমাদের দলীয় কর্মী কেউ হবে না। তৃণমূলকে বদনাম করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে।'

আজই এই জেলায় নির্বাচনী সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই বীরভূমে আসেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও। আর এমন দিনেই জেলায় এমন সন্ত্রাসের ছবি উঠে এল। ফলে আগামিদিনে এলাকায় কেমন ভোট হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জেলা বিজেপি নেতা কালোসোনা মন্ডল বলেছেন, 'ওরা তো‌ প্রতিদিনই প্রায় প্রতিটি এলাকায় এই ভাবে ‌মানুষকে‌ ভয়‌ দেখাচ্ছে। মানুষ আর ওদের ভয়ের ‌কাছে‌ মাথা নিচু করবে না। আমরা নির্বাচন কমিশনের ‌কাছে‌ তাও ‌এদিনের‌ ঘটনা নিয়ে ‌অভিযোগ‌ জানাচ্ছি।'

English summary
TMC worker brandishing a gun in Birbhum, video goes viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X