বাসন্তীর পর এবার বর্ধমান! শাসকের গোষ্ঠীকোন্দলে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ
রাজ্যের দুই প্রান্তে একই দিনে শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে দুজনকে খুনের অভিযোগ। প্রথম ঘটনাটি বুধবার ভোরের, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। দ্বিতীয়টি বর্ধমানের লক্ষ্ণীপুর মাঠ এলাকায়। সেখানে এক যুবককে পিটিয়ে খুনের পরেই, তৃণমূল নেতার বাড়িতে হামলা চলে। পরে ওই নেতাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
মেনে চলতে হবে নির্দিষ্ট নির্দেশিকা! সুন্দরবনে পর্যটনের অনুমতি বন দফতরের

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বাইকে বাড়ি ফিরছিলেন গৌতম দাস নামে এক যুবক। জিটি রোড ও বাগশাহী রোডের মধ্যে বেশ কয়েকজন তাঁর পথ আটকায় ও ব্যাপক মারধর করে। এরপর ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

পাল্টা হামলা তৃণমূল নেতার বাড়িতে
যুবককে পিটিয়ে খুনে অভিযুক্তরা এলাকার তৃণমূল নেতা বিকাশ মণ্ডলের অনুগামী বলে অভিযোগ ওঠার পরেই ওই নেতার বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। বাড়িতে ব্যাপক ভাঙচুর করা ছাড়াও, নেতাকেও ব্যাপক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। পুলিশের তরফে জানানো হয়েছে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সকালে বাসন্তীতে খুন তৃণমূল নেতা
প্রতিবেশীদের অভিযোগ ভোরে বাড়ি থেকে বেরিয়ে নমাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন। সেই সময় আমির আলি সর্দারের ওপর হামলা হয়। বোমা ছোড়া হয়। দুষ্কৃতীদের গুলিতে সেখানেই লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয় তৃণমূল নেতা মন্টু গাজির অভিযোগ, যারা হামলা চালিয়েছে তাদের গায়ে এখনও সিপিএম-এর গন্ধ, হার্মাদ বাহিনী। হামলার পিছনে সওকত মোল্লাই দায়ী বলেও অভিযোগ করেছেন তিনি।