For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের আগেই ফল! দেখে নিন, অধীর-অনুব্রতর গড়সহ রাজ্যের তিন জেলার চিত্র

গণতান্ত্রিক অধিকারকে ধুলোয় মিশিয়ে ভোটের আগেই জয় হাসিল করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন-তিনটি জেলা পরিষদ দখল করে নিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই।

Google Oneindia Bengali News

গণতান্ত্রিক অধিকারকে ধুলোয় মিশিয়ে ভোটের আগেই জয় হাসিল করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন-তিনটি জেলা পরিষদ দখল করে নিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই। এখনও ভোট বহুদূরে, তার আগে মনোনয়নপত্র প্রত্যাহারের পরই যে ছবি দেখা দিল রাজ্যে, তা গণতন্ত্রের পক্ষে লজ্জার বলেই ব্যাখ্যা রাজনৈতিক মহলের।

ভোটের আগেই ফল! দেখে নিন, রাজ্যের তিন জেলার চিত্র

শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেদিনই বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলা পরিষদের দখল নিয়ে নিল তৃণমূল। এর মধ্যে বীরভূম আবার বিরোধী শূন্য। ৪২টি আসনেই প্রার্থী নেই বিরোধীদের। এখানে এবার একচ্ছত্র রাজ করবে তৃণমূল কংগ্রেস। গণতন্ত্রে বিরোধীরা যে শাসকের আয়না, সেই ধ্রুব সত্যই ভুলে গেল তৃণমূল কংগ্রেস। এছাড়া এই জেলায় ১৯টির মধ্যে ১৬টি পঞ্চায়েত সমিতি ও ১৬৭টির মধ্যে ১৪০টি গ্রাম পঞ্চায়েতও দখল করে নেয় তৃণমূল।

আর যে মুর্শিদাবাদ ছিল অধীর চৌধুরীর গড়, সেই মুর্শিদাবাদে ৪৮টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিল তৃণমূল। শনিবারই স্পষ্ট হয়েছিল মুর্শিদাবাদ এবার ভোটের আগেই হারাতে চলেছে অধীরের কংগ্রেস। ৪০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। শনিবারের পর আরও আটটি আসনে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য হয় কংগ্রেস। ফলে ৭০টির মধ্যে ৪৮টি আসনে জিতে মুর্শিদাবাদের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন তাঁর সেনাপতি শুভেন্দু অধিকারী।

ভোটের আগেই ফল! দেখে নিন, রাজ্যের তিন জেলার চিত্র

শুধু ৪৮টি জেলা পরিষদ নয়, ২৬টির মধ্যে ১৬টি পঞ্চায়েত সমিতি ও ২৫০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৬০টি গ্রাম পঞ্চায়েত ভোটের আগেই দখল হয়ে গিয়েছে। বাঁকুড়ায় ৪৬টির মধ্যে ৩০টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এই জেলা পরিষদও করায়ত্ত করেছে তৃণমূল কংগ্রেস।

বাঁকুড়া ও বীরভূমে তৃণমূল শক্তিশালী, তৃণমূল জিতেছে, যদিও বা মেনে নেওয়া যায়, মুর্শিদাবাদে অধীরের দুর্গকে তছনছ করে দিয়ে শুভেন্দু অধিকারী খেল দেখিয়ে দিলেন। আর বীরভূমেও অনুব্রত খেল দেখালেন বিরোধীশূন্য করে। পরিস্থিতি যা বীরভূমে জেলা পরিষদ স্তরে ভোটই হচ্ছে না। পঞ্চায়েতের একটি স্তরের ভোটই লুপ্ত হল জেলায়। মাত্র তিনটি ব্লকে এবার ভোট হবে বীরভূমে।

English summary
TMC wins in three zila parisad in un-contest after nomination withdrawal. Birbhum is opponent less and Adhi Chowdhury’s Murshibadad also occupied by TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X