For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৪ বছর পর প্রথম পঞ্চায়েত তৃণমূলের, নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস দেখুন ভিডিওয়

৪৪ বছর পর ঠাকুরপুকুর-মহেশতলা পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। এই ব্লকের অন্তর্গত চারটি পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেস দখল করল। আশুতি গ্রাম পঞ্চায়েত দখল করে উল্লাস তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের।

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের পঞ্চায়েত মামলার রায় তৃণমূল সরকারের পক্ষে যাওয়ার পরই বিজয়োল্লাস শুরু হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ৪৪ বছর পর ঠাকুরপুকুর-মহেশতলা পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল কংগ্রেস। এই ব্লকের অন্তর্গত চারটি পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেস দখল করল। আশুতি গ্রাম পঞ্চায়েতে এই প্রথমবার দখল করে উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।

৪৪ বছর পর প্রথম পঞ্চায়েত তৃণমূলের, নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস দেখুন ভিডিওয়

এবারই প্রথম একেবারে প্রথম থেকে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা উঠবে তৃণমূল কংগ্রেসের হাতে। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের সভাপতি বিপ্লব মণ্ডল বলেন, গতবার আড়াই বছর পরে আমরা পঞ্চায়েতের ক্ষমতায় এসেছিলাম। এই প্রথম আমরা প্রথম থেকেই আশুতি পঞ্চায়েতের ক্ষমতায় আসছি। সেই কারণেই কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা অত্যধিক। এদিন পঞ্চায়েত মামলাররায় ঘোষণা হতেই আনন্দ উৎসবে মাতেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

[আরও পড়ুন: শুভেন্দুর গড়ে উত্থান বিজেপির! সিপিএমকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড, হার তৃণমূলের][আরও পড়ুন: শুভেন্দুর গড়ে উত্থান বিজেপির! সিপিএমকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড, হার তৃণমূলের]

বিপ্লব মণ্ডল বলেন, সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে গিয়েছে। ফলে আমাদের বোর্ড গঠন করায় আর কোনও বাধা রইল না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতো বাংলাকে সাজিয়ে তোলার কাজ করব আমরা। মুখ্যমন্ত্রী বাংলাকে বিশ্ববাংলার মর্যাদা দিতে চান, সেইমতো আমরা তাঁর নির্দেশ মতো কাজ করব।

[আরও পড়ুন:এখনও পঞ্চায়েতে সুযোগ রয়েছে বিরোধীদের! সুপ্রিম-যুদ্ধে হেরেও সাফাই রবীন-রাহুলদের][আরও পড়ুন:এখনও পঞ্চায়েতে সুযোগ রয়েছে বিরোধীদের! সুপ্রিম-যুদ্ধে হেরেও সাফাই রবীন-রাহুলদের]

আমরা ৪৪ বছর পরে পঞ্চায়েত সমিতির বোর্ড পেয়েছি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিধায়ক দিলীপ মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায়। আমাদের এখানে পানীয় জলের একটা সমস্যা রয়েছে। বিধায়ক ও সাংসদ মিলে একটা জলপ্রকল্প রূপায়ণের পাঠিয়েছেন। আমরা আশা করি অনুমোদন হয়ে যাবেষ। এছাড়া নিকাশি সমস্যাও রয়েছে, তা মেটানোর কাজকে অগ্রাধিকার দেব। মোট কথা, মুখ্যমন্ত্রীর উন্নয়নের পরিকল্পনা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব।

[আরও পড়ুন:পঞ্চায়েত রায়ের দিনই সুপ্রিম কোর্টে অন্য মামলায় ধাক্কা রাজ্য সরকারের][আরও পড়ুন:পঞ্চায়েত রায়ের দিনই সুপ্রিম কোর্টে অন্য মামলায় ধাক্কা রাজ্য সরকারের]

English summary
TMC wins Panchayat and builds panchayat board after 44 years. TMC workers and supporters are joined in victory lap after panchayat verdict,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X