For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় তৃণমূলেরই আধিপত্য! কে পাবে কটি আসন, একনজরে সি-ভোটারের সমীক্ষা

২০১৯-এর লোকসভা ভোটের আগে আরও একটা সমীক্ষার রিপোর্ট সামনে এল। কলকাতার বেসরকারি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হল সি ভোটারের সমীক্ষা।

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা ভোটের আগে আরও একটা সমীক্ষার রিপোর্ট সামনে এল। কলকাতার বেসরকারি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হল সি ভোটারের সমীক্ষা। সেই জনমত সমীক্ষা অনুযায়ী বাংলায় কে কতগুলি আসন পেতে পারে, তার আভাস দিল। তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্টের প্রাপ্ত ভোট শতাংশ কত হতে পারে, তা তুলে ধরল সি ভোটারের সমীক্ষা।

সি ভোটারের সমীক্ষা

সি ভোটারের সমীক্ষা

সি ভোটারের সমীক্ষায় আভাস ৪২টির মধ্যে ৩৫টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেতে পারে ৬টি আসন। আর কংগ্রেস জেতার সম্ভাবনা একটি কেন্দ্রে। বামফ্রন্টের প্রাপ্তি এবার শূন্য থাকবে বলেই অভিমত সি ভোটারের সমীক্ষা রিপোর্টে।

ভোট শতাংশে কে কত

ভোট শতাংশে কে কত

ভোট শতাংশের বিচারে এগিয়ে থাকবে তৃণমূল। তৃণমূল বাংলায় ৪২ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করছে এই সমীক্ষা। বিজেপি পাবে ৩৬ শতাংশ ভোট। আর বামফ্রন্ট পেতে পারে ১৪ শতাংশ ভোট। কংগ্রেসের দখলে থাকবে মাত্র ৫ শতাংশ ভোট।

২০১৪-র ফল

২০১৪-র ফল

গতবার অর্থাৎ ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪টি আসন। কংগ্রেস জিতেছিল চারটি আসনে। আর সিপিএম ও বিজেপি দুটি করে আসন পেয়েছিল। এবার প্রবল প্রতাপ নিয়ে উঠে এসেছে বিজেপি। কংগ্রেস-সিপিএমকে সরিয়ে রাজ্যে তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠেছে।

ভোট শতাংশে ২০১৪

ভোট শতাংশে ২০১৪

২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৯ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ১৭ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ১০ শতাংশ ভোট। আর বামফ্রন্ট পেয়েছিল ৩০ শতাংশ ভোট। এবার কংগ্রেস-সিপিএমকে সরিয়ে রাজ্যে তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠেছে বিজেপি।

সমীক্ষায় কীসের ইঙ্গিত

সমীক্ষায় কীসের ইঙ্গিত

সি ভোটারের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়েই ভোট বাড়াতে সক্ষম হচ্ছে। আসন সংখ্যাও বাড়ছে উভয় দলের। গতবারের থেকে একটি আসন বেশি পাচ্ছে তৃণমূল। বিজেপি সেখানে চারটি আসন বাড়াতে সক্ষম হচ্ছে। কংগ্রেস কমে দাঁড়াচ্ছে ১-এ। বামেরা মাটি হারাচ্ছে বাংলায়।

শতাংশের বিচারেও কারা এগিয়ে

শতাংশের বিচারেও কারা এগিয়ে

ভোট শতাংশে তৃণমূল তিন শতাংশ ভোট বাড়ানোর পাশপাশি বিজেপিও এবার ১৯ শতাংশ ভোট বাড়িয়ে দ্বিতীয় শক্তি হয়ে উঠছে। কংগ্রেসের ভোট কমে ৫ শতাংশ হয়ে যেতে পারে। বামেরা ১৬ শতাংশ কমে দাঁড়াতে পারে ১৪ শতাংশে।

English summary
TMC will win most seats from Bengal in Lok Sabha Election, according to C voter survey. C Voter indicates how many seats will get TMC, BJP, CPM and Congress at a glance,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X