For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি কিছু আসন পেলেও ২০২১-এ রাজ্য বিধানসভায় ক্ষমতায় আসবে তৃণমূলই, অঙ্গীকার শুভেন্দুর

বিজেপি‌ লোকসভা নির্বাচনে কিছু জায়গায় জিতলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে আবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি‌ লোকসভা নির্বাচনে কিছু জায়গায় জিতলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে আবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেসই। ভারত ছাড়ো আন্দোলন স্মরণ করার জন্য শুক্রবার তৃণমূল কংগ্রেসের ডাকে সমাবেশে হাজির হয়ে এই কথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী।

মমতাই দেশকে পথ দেখাবেন

মমতাই দেশকে পথ দেখাবেন

তিনি বলেন, ২০১৯ সালে পরিবর্তন হয়নি, এটা বিতর্কিত বিষয়। ই ভি এম হলে বিজেপি জেতে। আমরা তাই ব্যালট পেপারে ভোট করার ‌দাবি তুলেছি। কিছু জায়গায় আমরা হারলেও সেই সব এলাকায় জমি পুনরায় দখলে আনতে আমরা কাজ শুরু করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাই আগামী দিনে ভারতকে পথ‌ দেখাবে। ২০১১ সালে আমরা যেমন দীর্ঘ লড়াইয়ের পর এই রাজ্যে ক্ষমতায় আসি, ২০২১ সালে নির্বাচনে আমরাই আবার জিতে সরকার গঠন করব।

বিজেপির কঠোর সমালোচনা

বিজেপির কঠোর সমালোচনা

এদিন বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়ে সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। বিজেপির তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী, মানস ভুঁইয়া। তারা বলেন বিজেপি এখন দেশের ইতিহাস, ভূগোল বদলে দিতে চাইছে। তারা ‌সাধারণ মানুষের কথা চিন্তা করছে না। সিপিএমের লোক এখন জামা বদলে বিজেপি দলে গিয়ে অত্যাচার করছে।

পথ দেখাবে মেদিনীপুর

পথ দেখাবে মেদিনীপুর

তারা বলেন যে ‌স্বাধীনতা আন্দোলন পর্বে ভারত‌ ছাড়ো আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করে মেদিনীপুর। তারা তাম্রলিপ্ত স্বাধীন সরকার গঠন‌ করে। এখানের মানুষ মাথা নিচু করতে জানে না, অধিকারের জন্য আন্দোলন করতে জানে। তাই আবার অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সামিল হতে হবে। মানুষকে সাথে নিয়ে গনতন্ত্র ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবেন তারা।

English summary
TMC will win 2021 Bengal assembly election by defeating BJP, says Subhendu Adhikari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X