For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথে নেমেই পথ চিনছে তৃণমূল কংগ্রেস! নতুন জনসংযোগ কর্মসূচিই হাতিয়ার আসন্ন পুরভোটে

পথে নেমেই পথ চিনছে তৃণমূল কংগ্রেস! নতুন জনসংযোগ কর্মসূচিই হাতিয়ার পুরভোটে

Google Oneindia Bengali News

আসন্ন পুরসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে জনসংযোগ আর উন্নয়নকেই হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর তৃণমূলের পক্ষে ভোট কৌশলী প্রশান্ত কিশোর নতুন জনসংযোগ কর্মসূচি আনছেন। মোট কথা, ময়দানে থেকেই তাঁরা বিজেপির মোকাবিলা করতে প্রস্তুত। 'দিদিকে বলো' অভিযানের পর ফের জনসংযোগে নামছে তৃণমূল।

ময়দানে তেকেই ভোটে লড়াই

ময়দানে তেকেই ভোটে লড়াই

লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরই তৃণমূল আবিষ্কার করেছিল, তাঁদের নেতারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাই জনপ্রতিনিধিদের ময়দানে নামানো জরুরি ছিল। প্রশান্ত কিশোর এক কর্মসূচিতেই হাওয়া ঘুরিয়ে দিয়েছিল অন্যদিকে। তৃণমূলও ঘুরে দাঁড়ানোর রসদ পেয়েছিল। এবার পুরভোটের আগে জনসংযোগেই থাকতে চাইছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের জনসংযোগের পরিকল্পনা

তৃণমূলের জনসংযোগের পরিকল্পনা

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আসন্ন পুর নির্বাচনের প্রচার-পরিকল্পনা প্রস্তুত করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠক ডেকেছেন। ২ মার্চ অনুষ্ঠিত ওই বৈঠকে সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বরিষ্ঠ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর নতুন জনসংযোগ পরিকল্পনার কথা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জনসংযোগমূলক কর্মসূচিতেই কাজ হাসিলের চেষ্টা

জনসংযোগমূলক কর্মসূচিতেই কাজ হাসিলের চেষ্টা

২০২০-তে কলকাতা-সহ রাজ্যের ১০৭টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বড় নির্বাচন। তাই এই নির্বাচনকে মিনি বিধানসভা নির্বাচন হিসাবে চিহ্নিত করেই লড়াইয়ে সামিল প্রত্যেক রাজনৈতিক দল। এই মিনি বিধানসভা নির্বাচনের দিকে চেয়েই নতুন জনসংযোগমূলক কর্মসূচি ঘোষণা করবে তৃণমূল।

‘দিদিকে বলো’র থেকে একেবারেই আলাদা নয়া কর্মসূচি

‘দিদিকে বলো’র থেকে একেবারেই আলাদা নয়া কর্মসূচি

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচি ‘দিদিকে বলো'র থেকে একেবারেই আলাদা হবে। নতুন কর্মসূচিটি ভোট কৌশলবিদ প্রশান্ত কিশোর এবং তাঁর দল আই-প্যাকের মস্তিষ্কপ্রসূত। তিন ধাপে 'দিদিকে বলো' উদ্যোগে ব্যাপক সাড়া ফেলেছিল। এই প্ল্যাটফর্মে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানানো যেত।

English summary
TMC wants to get success in Municipal Election with public relation campaign. So PK takes a new campaign strategy like ‘didi ke bolo’ before municipal election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X