For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ, উত্তেজনা হাড়োয়ায়

তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ, উত্তেজনা হাড়োয়ায়

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের দেওয়াল লিখনে গােবর এবং কালি ছিটিয়ে দেওয়ার অভিযােগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তা অবরােধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়ােয়া থানার অন্তর্গত হাড়ােয়া এবং খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের সােনারহুলা গ্রামে।

তৃণমূলের দেওয়াল লিখনে গোবর

অভিযােগ, গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে কালি এবং গোবর লেপে দিয়েছে। এভাবেই গ্রামের দুই-তিনটি দেওয়ালে কালি দিয়ে এবং গােবর দিয়ে মুছে দেওয়া হয়েছে। তৃণমূলের দেওয়াল লিখন। পুনরায় চুন দিয়ে দেওয়াল লেখা হলেও ফের মুছে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নজদেপুর হাড়ােয়া রােডে প্রায় কুড়ি মিনিট পথ অবরােধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, না হলে তাদের এই আন্দোলন জারি থাকবে।
ইতিমধ্যে হাড়ােয়া থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করেছে বিক্ষোভকারীরা।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও সমস্ত অভিযােগ অস্বীকার করে বিজেপির দাবি, সােনারহুলা গ্রামে বিজেপির সংগঠন মজবুত হচ্ছে। তাই তাদের কর্মীদের ফঁাসানাের জন্য তৃণমূল কংগ্রেস চক্রান্ত করছে। সবমিলিয়ে অভিযােগ পাল্টা অভিযোগে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে সােনারহুলা গ্রামে।

English summary
TMC wall writing for candidate at Haroa was hamper by BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X