For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ জুলাই মেগা সভার আগে মমতাকে চরম তোপ বাবুলের! কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী

২১ জুলাই তৃণমূলে র শহিদ দিবস উপলক্ষ্য়ে গোটা বাংলা আজ মিশেছে ধর্মতলায়। প্রতি বারের মতো এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাইভোল্টেজ সমাবেশের

  • |
Google Oneindia Bengali News

২১ জুলাই তৃণমূলে র শহিদ দিবস উপলক্ষ্য়ে গোটা বাংলা আজ মিশেছে ধর্মতলায়। প্রতি বারের মতো এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাইভোল্টেজ সমাবেশের জন্য। প্রসঙ্গত, এই সমাবেশ ঘিরে বেশ সরগরম গোটা বাংলার রাজনীতি। এরইমধ্যে বিজেপির বাবুল সুপ্রিয় ফের একবার নিশানায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বাবুলের দাবি

এদিন টুইট বার্তায় বাবুল সুপ্রিয় তৃণমূলকে নিশানা করে লেখেন, '২০১৯ এ ওরা হাফ হয়ে গিয়েছে ।২০২১ ওয়া সাফ হয়ে যাবে।' এর আগেও ১৯ এ হাফ, ২১ শে সাফের বার্তা নিয়ে বহুবার বাবুল সুপ্রিয় তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। তবে ২১ জুলাইয়ের প্রেক্ষাপটে বাবলুরে এত টুইট তোপ বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছে।

ব্যালট ফিরিয়ে আনার ডাক মমতার

এর আগে , মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে এক বার্তায় সাফ জানিয়ে দেন, এবারের শহিদ দিবসে তাঁর লক্ষ্য ব্যালট ফেরানোর বার্তা। আর এই বার্তা দিয়েই তিনি ফের ব্যালট ফেরানোর দাবি জানাতে চলেছেন।

২১ সে জুলাই উপলক্ষ্যে ধর্মতলায় ভিড়

২১ সে জুলাই উপলক্ষ্যে ধর্মতলায় ভিড়

এদিন সকাল থেকেই কলকাতার সমস্ত রাজপথ গিয়ে মিশেছে ধর্মতলায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড় জমছে সেখানে। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর এই সভা ঘিরে নজর রয়েছে বাংলার তামাম রাজনীতিকদের। ২০২১ বিধানসভা নির্বাচনের আগের রোডম্যাপ ঠিক করতে ও ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল মুখ থুবড়ে পড়ার পর ঘাসফুল শিবিরের কাছে রীতিমতো প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই সভা।

English summary
Union minister Babul Supriyo on Sunday hit out at Mamata.TMC to be swept away from Bengal Says Babul Supriyo before 21 July Mega rally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X