ত্রাণ দুর্নীতি নিয়ে এবার নেতাদের 'শোকজ' এর ভাবনায় তৃণমূল নেতৃত্ব! কী ঘটছে ঘাসফুলের অন্দরে
'আম্ফান' থেকে শুরু করে করোনার ত্রাণ, সমস্ত ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। দলের বহু নেতার বিরুদ্ধে ত্রাণ নিজের ঘরে তোলা নিয়ে প্রবল দুর্নীতির অভিযোগে বাংলার রাজনীতিতে তোলপাড় করেছে বিজেপি। এমন পরিস্থিতিতে এবার তৃণমূলের
তরফে বড়সড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর।


ত্রাণ দুর্নীতি নিয়ে বড় পদক্ষেপ
ত্রাণ দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে শুরু করে। বহুদিন ধরেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে মঞ্চ পোক্ত করে বিজেপি। এবার সেই কারণেই দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে 'শোকজ' এর ভাবনার পক্ষে হাঁটছে তৃণমূলের নেতৃত্ব।

দলীয় নেতৃত্ব কী বলছে?
তৃণমূলের দলীয় নেতৃত্ব জানিয়েছে, ত্রাণের দুর্নীতিতে যে সমস্ত তৃণমূল নেতার নাম পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে দল চরম পদক্ষেপ নেবে। প্রয়োজনে শোকজ করতেও পিছপা হবে না মমতার দল।

কড়া মেজাজ মমতার
বুধবার রাজ্যপ্রশাসনকে ত্রাণ দুর্নীতি নিয়ে শক্ত হাতে হাল ধরার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ঘাসফুলের শিবিরে দুর্নীতি নিয়ে তৎপরতা শুরু হয়। বৃহস্পতিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রতিটি জেলার সভাপতি ও দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই বিষয়ে এবার বিশেষ বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব।

কড়া মেজাজ মমতার
বুধবার রাজ্যপ্রশাসনকে ত্রাণ দুর্নীতি নিয়ে শক্ত হাতে হাল ধরার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ঘাসফুলের শিবিরে দুর্নীতি নিয়ে তৎপরতা শুরু হয়। বৃহস্পতিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, প্রতিটি জেলার সভাপতি ও দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই বিষয়ে এবার বিশেষ বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব।

পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি
বৃহস্পতিবার জোর গলায় পার্থ চট্টোপাধ্যায় জানান, যত বড় নেতাই হোক না কেন , দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে কেউ পার পাবেন না। উল্লেখ্য, রেশনের চাল থেকে ত্রিপল ঘিরে যে দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে রাজ্য নেতৃত্ব পেয়েছ, তা নিয়ে এবার হিসাব কষতে চলেছে দল।

উলুবেড়িয়ায় দলের বিদায়ী কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া। সেখানে ইদ্রিশ আলিকে এক সভায় বলতে শোনা যাচ্ছে, দলের কাউন্সিলর গরিব মানুষকে বাড়ি দেবে বলে টাকা মেরেছে। যদিও এই প্রসঙ্গে ইদ্রিশ আলি বলেন, তিনি দলের বিরুদ্ধে কিছুই বলেননি।স্বীকারোক্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন ঘাঁটির।
দেশে চাকরির পরিস্থিতি: MGNREGA নিয়ে কোন আশঙ্কার মেঘ!