For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ভার্চুয়াল যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়বে না তৃণমূল, বাংলা দেখাল যুবশক্তির ক্ষমতা

একুশের জ্বরে কাঁপছে বাংলা। বিধানসভা ভোটের এখনও অনেক দেরি। তাতে কী, এখন থেকেই কাউন্টডাউন চলছে ২০২১-এর ভোট যুদ্ধের। তাই তো অমিত শাহের ‘ভার্চুয়াল ব়্যালি’র জবাবে

Google Oneindia Bengali News

একুশের জ্বরে কাঁপছে বাংলা। বিধানসভা ভোটের এখনও অনেক দেরি। তাতে কী, এখন থেকেই কাউন্টডাউন চলছে ২০২১-এর ভোট যুদ্ধের। তাই তো অমিত শাহের 'ভার্চুয়াল ব়্যালি'র জবাবে প্রশান্ত কিশোর-অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটি 'বাংলার যুবশক্তি'র ক্ষমতা দেখালেন। জমে উঠল বিজেপি বনাম তৃণমূলের ভার্চুয়াল যুদ্ধ।

বিজেপিকে ভার্চুয়াল চ্য়ালেঞ্জ তৃণমূলের

বিজেপিকে ভার্চুয়াল চ্য়ালেঞ্জ তৃণমূলের

দিন ১৫ আগে ভার্চুয়াল ব়্যালিতে বাংলার বুকে ঝড় তুলেছিলেন অমিত শাহ। বিজেপির দাবি সেই ভার্চুয়াল ব়্যালি পাঁচ কোটি মানুষের কাছে পৌঁছেছে। যদিও তৃণমূল তা মানতে নারাজ। বিজেপি তৃণমূল মনে করছে পরিসংখ্যানে জল মেশানো রয়েছে। তাঁরা এই মর্মে পাল্টা দেন ওইদিনকার হ্যাশট্যাগ যুদ্ধে। হ্যাশট্যাগে বিজেপির তুলনায় তিনগুণ এগিয়ে ছিল তৃণমূল।

‘বাংলার যুবশক্তি'র ক্ষমতা দেখালেন অভিষেক

‘বাংলার যুবশক্তি'র ক্ষমতা দেখালেন অভিষেক

তারপর বিজেপির ভার্চুয়াল সমাবেশের জবাব দিতে আসরে নামেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ‘বাংলার যুবশক্তি'র ক্ষমতা দেখানো শুরু করেন প্রশান্ত কিশোরের বদন্যতায়। তাঁর এই অভিযান চূড়ায় পৌঁছল মাত্র ১৩ দিনেই। অভিষেকের কর্মসূচি সুনামি তুলল বাংলায়।

১৩ দিনেই এক লক্ষ আবেদন বাংলার যুবশক্তির

প্রশান্ত কিশোরের পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘বাংলার যুবশক্তি' অভিযান শুরু করেছিলেন মাত্র ১৩ দিন আগে। এই ১৩ দিনেই এক লক্ষ আবেদন জমা পড়েছে বাংলার যুবশক্তি কর্মসূচিতে। তা দেখে রীতিমতো উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে বাংলার যুবশক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তৃণমূলের ঝড় বাংলার যুবশক্তি অভিযানে

তৃণমূলের ঝড় বাংলার যুবশক্তি অভিযানে

অ্ভিষেক লিখেছেন- মাত্র ১৩ দিনে বাংলার যুবশক্তিতে যে ক্ষমতা সঞ্চারিত হয়েছে তা দেখে আমি আপ্লুত। মাত্র ১৩ দিনে ১ লক্ষ যুব নিজের নাম নথিভুক্ত করেছেন এই কর্মসূচিতে। ৩০ দিনের যে টার্গেট তা পূরণ হয়েছে ১৩ দিনে। বাংলার যুব শক্তি যেভাবে এগিয়ে আসছে, তা দেখে একটা কথাই মনে হচ্ছে এটাই হল বাংলার যুব শক্তি।

ভার্চুয়াল ব়্যালি বনাম বাংলার যুবশক্তি

ভার্চুয়াল ব়্যালি বনাম বাংলার যুবশক্তি

পরিসংখ্যান বলছে্, ১৩ দিনে ১ লক্ষ ২ হাজার ২১২ জন যুবক-যুবতী কর্মসূচিতে যোগ দিয়েছেন। ৩৩৯টি ব্লক ও ২৩০টি টাউন থেকে তাঁরা নথিভুক্ত করেছেন তাঁদের নাম। তাঁদের সকলকেই ধন্যবাদ বাংলার যুবশক্তিতে নাম নথিভুক্ত করার জন্য। তিনি এই যুবশক্তির কাজও বর্ণনা করেছেন।

আগামী মাস থেকে পাড়ায় পাড়ায় শুরু স্বেচ্ছাশ্রম

আগামী মাস থেকে পাড়ায় পাড়ায় শুরু স্বেচ্ছাশ্রম

অভিষেক জানিয়েছেন, সাধারণ মানুষ যে কোনও সমস্যায় পড়লে এই যুবশক্তির সদস্যরা এগিয়ে যাবেন। রাজ্যজুড়ে আগামী একমাস ধরে এই কর্মসূচি চলবে। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষের সুযোগ সুবিধা দেখবেন। রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেই সোশ্যাল মিডিয়ায় টানা প্রচার চালিয়ে আগামী মাস থেকে পাড়ায় পাড়ায় শুরু হবে স্বেচ্ছাশ্রমের কাজ।

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়ন

তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়ন

যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যকে পুনর্গঠনের কাজে স্বাক্ষর রাখতে যুবরা এগিয়ে আসুন, এটাই চান তিনি। বাংলার যুবশক্তি কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক তরুণ-তরুণী শহরে্ ও গ্রামে বিপন্ন মানুষের পাশে দাঁড়ালে উদ্বুদ্ধ হবেন রাজ্যের তরুণ প্রজন্ম। তাঁরাও এগিয়ে আসবেন। এভাবেই তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়ন চাইছেন অভিষেক।

বাংলার যুবশক্তি অভিযান একুশের ভোটযুদ্ধের আঙ্গিকেই

বাংলার যুবশক্তি অভিযান একুশের ভোটযুদ্ধের আঙ্গিকেই

আসলে অভিষেকের এই বাংলার যুবশক্তি অভিযান একুশের ভোটযুদ্ধের দিকেই চেয়ে। বিজেপিকে সোশ্যাল মিডিয়ার ময়দানেও বিনা যুদ্ধে সূচাগ্র মোদিনী ছাড়তে নারাজ তৃণমূল। প্রশান্ত কিশোর যুবশক্তির জাগরণ ঘটিয়ে বিজেপির অগ্রগমন আটকাতে চাইছেন। একুশের আগে সেই লড়াইয়ে বংলার যুবশক্তিও তৃণমূলের প্রতি আস্থাজ্ঞাপন করেছে বলে দাবি অভিষেকের।

ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হচ্ছে লাখে ১ জনের, আশার কথা শোনাল কেন্দ্রীয় সরকারভারতে করোনা সংক্রমণে মৃত্যু হচ্ছে লাখে ১ জনের, আশার কথা শোনাল কেন্দ্রীয় সরকার

English summary
TMC throws challenge to BJP over virtual war through Abhishek Banerjee’s ‘Banglar Yuboshakti’. TMC fulfill target within 13 days and gives message of 2021 Election to BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X