For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের পাখির চোখ মতুয়া ভোটে, ২০২৪-কে টার্গেট করে পঞ্চায়েত ভোটে প্রচার-পরিকল্পনা

তৃণমূলের পাখির চোখ মতুয়া ভোটে, ২০২৪-কে টার্গেট করে পঞ্চায়েত ভোটে প্রচার-পরিকল্পনা

Google Oneindia Bengali News

তৃণমূলের লক্ষ্য মতুয়া ভোট। ২০১৯-এর লোকসভা ভোটে সিএএ-তাসকে হাতিয়ার করে তৃণমূলের বাক্স থেকে মতুয়া ভোট হরণ করে নিয়েছিল বিজেপি। একুশে তৃণমূল ঘুরে দাঁড়ালেও পুরোপুরি ফিরে পায়নি মতুয়া ভোট। ২০২৪-এ তা ফিরে পেতে পঞ্চায়েত ভোট থেকেই প্রচার-পরিকল্পনা তৈরি করছে তৃণমূল।

২০১৯ থেকে বিজেপির পাল্লাভারী করেছেন মতুয়ারা

২০১৯ থেকে বিজেপির পাল্লাভারী করেছেন মতুয়ারা

বামেদের ৩৪ বছরের শাসনে দেখা গিয়েছে সিপিএম-সহ বামদলগুলির পাল্লা ভারী ছিল উত্তর ২৪ পরগনায়। তারপর পরিবর্তনের আগে উত্তর ২৪ পরগনার দখল গিয়েছিল তৃণমূলের হাতে। তৃণমূল যখন সাফল্যের মধ্যগগনে বিরাজ করছে, তখন উত্তর ২৪ পরগনা জেলার একাংশ বিজেপির দিকে ঘুরে গিয়েছে। মতুয়ারা ২০১৯ সাল থেকেই বিজেপির পাল্লাভারী করেছে।

তৃণমূলকে টেক্কা দিয়েছে এই মতুয়া ভোটকে ভর করেই

তৃণমূলকে টেক্কা দিয়েছে এই মতুয়া ভোটকে ভর করেই

২০২১-এর ভোটে উত্তর ২৪ পরগনা তৃণমূলের দিকে থাকলেও মতুয়া মহলে বিজেপিরই রাজ ছিল। বিজেপির সিএএ-তাসে প্রভাবিত হয়ে তৃণমূল-সঙ্গত্যাগ করেছিলেন যে মতুয়ারা, ২০২১-এও তাঁরা বিজেপির পক্ষেই ভোট দিয়েছেন। বনগাঁ সংগঠনিক জেলায় বিজেপি তৃণমূলকে টেক্কা দিয়েছে এই মতুয়া ভোটকে ভর করেই।

মতুয়া ভোট ফেরাতে জনসংযোগকেই প্রধান হাতিয়ার

মতুয়া ভোট ফেরাতে জনসংযোগকেই প্রধান হাতিয়ার

এই অবস্থায় ২০২৪-এর আগে তৃণমূল মতুয়া গড়কে পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর হয়ে উঠেছে। তাই তাঁরা উত্তর ২৪ পরগনা বনগাঁ এবং নদিয়ার রানাঘাটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর সে জন্য তারা জনসংযোগকেই প্রধান হাতিয়ার করছে এবার। পঞ্চায়েত ভোটের আগেই বনগাঁ সাংগঠনিক জেলাজুড়ে তৃণমূল বাড়ি বাড়ি প্রচারে জোর দিচ্ছে।

রোস্টার মেনে ডোর টু ডোর ক্যাম্পেন চালাবে তৃণমূল

রোস্টার মেনে ডোর টু ডোর ক্যাম্পেন চালাবে তৃণমূল

নিয়মিত রোস্টার মেনে এই ডোর টু ডোর ক্যাম্পেন চলবে। মতুয়া অধ্যুষিত বনগাঁর বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছে বিজেপির দিকে। যেখানে মতুয়ারা রয়েছেন, সেখানে বিজেপির সিএএ-তাসে প্রভাবিত হয়ে তৃণমূল-সঙ্গ ছেড়েছেন তাঁরা। আর তৃণমূলের প্রভাব-প্রতিপত্তি কমেছে। যেমন বনগাঁয় ফ্যাক্টর হয়ে উঠেছে মতুয়া ভোট। তেমনই রানাঘাটেও ফ্যাক্টর মতুয়ারা।

যে দুটি কেন্দ্রে মতুয়া ভোট গিয়েছিল বিজেপির দিকে

যে দুটি কেন্দ্রে মতুয়া ভোট গিয়েছিল বিজেপির দিকে

তৃণমূলের এবার মূল লক্ষ উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার রানাঘাটকে করায়ত্ত করা। সেই কারণেই পঞ্চায়েত ভোটের আগে থেকে তাঁরা ২০২৪-এর লক্ষ্য স্থির করেছে। এমন দুটি লোকসভা কেন্দ্রকে তারা টার্গেট করছে, যে দুটি কেন্দ্রই ২০১৯-এ জিতেছিল বিজেপি। এবং দুটি কেন্দ্রেই মতুয়া ভোট গিয়েছিল বিজেপির দিকে।

মতুয়া-গড়ে কামব্যাক করা প্রধান টার্গেট মমতার

মতুয়া-গড়ে কামব্যাক করা প্রধান টার্গেট মমতার

তৃণমূল প্রথম টার্গেট মতুয়া-গড়ে কামব্যাক করা। সেই টার্গেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন। এবার আসন্ন পঞ্চায়েত ভোট ও ২০২৪-এর লোকসভা ভোটের আগে ভুল শুধরে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার কথা জানিয়েছেন অভিষেক বন্যোর পাধ্যায়।

বুথ ধরে ধরে প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছনোর নির্দেশ

বুথ ধরে ধরে প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছনোর নির্দেশ

তৃণমূল মনে করছে কিছু নেতার আচরণে মানুষ সরে গিয়েছেন তাদের দিক থেকে। তাই সবার আগে আচরণ ঠিক করতে হবে। মানুষকে বোঝাতে হবে, তাঁদের কাছে যেতে হবে। সেজন্যই বুথ ধরে ধরে প্রতিটি মানুষের দুয়ারে পৌঁছনোর চেষ্টা করছে তৃণমূল। প্রয়োজনে ভুল স্বীকার করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সবার আগে নজর দেওয়া হয়েছে বনগাঁ সাংগঠনিক জেলায়

সবার আগে নজর দেওয়া হয়েছে বনগাঁ সাংগঠনিক জেলায়

দলের বিধায়ক-সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে রোস্টার মেনে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রচারে মতুয়া মহলের মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। তৃণমূলের শীর্ষসারির নেতাদের প্রতিটি গ্রামে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর প্রাথমিকভাবে এই রোস্টার চালু করা হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়। সবার আগে নজর দেওয়া হয়েছে বনগাঁ সাংগঠনিক জেলাকে।

পিছিয়ে থাকা কেন্র্েগুলিকেই টার্গেট তৃণমূলের

পিছিয়ে থাকা কেন্র্েগুলিকেই টার্গেট তৃণমূলের

তৃণমূলের এই পরিকল্পনাই বুঝিয়ে দিচ্ছে তাঁদের পাখির চোখ মতুয়া ভোট। নতুন বছরের শুরু থেকেই বনগাঁ সাংগঠনিক জেলার বিধানসভা কেন্দ্র ধরে প্রচারে নামতে চলেছে তৃণমূল। এই প্রচার চলবে জনসংযোগের আঙ্গিকে। প্রতিটি বাড়িতে বাড়িতে যাবেন তৃণমূলের নেতারা। যে সমস্ত লোকসভা ও বিধানসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল, সেগুলিই সর্বাগ্রে টার্গেট করা হচ্ছে।

গোষ্ঠীকোন্দল ভুলে সবাইকে এক হয়ে কাজ

গোষ্ঠীকোন্দল ভুলে সবাইকে এক হয়ে কাজ

তৃণমূলের শী্র্ষমহল থেকে নির্দেশ জারি করা হয়েছে, প্রতিটি বাড়িতে বাড়িতে যাবেন তৃণমূলের নেতারা। মানুষের সঙ্গে কথা বলবেন। তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। এবং তা সমাধানের চেষ্টা করবেন। গোষ্ঠীকোন্দল ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। একইসঙ্গে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে যে নেতাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, তাঁদের কর্মসূচি থেকে বাইরে রাখতে।

অঙ্ক কষে তারা এগনোর চেষ্টা করছে তৃণমূল

অঙ্ক কষে তারা এগনোর চেষ্টা করছে তৃণমূল

উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সবথেকে বেশি ক্ষতি হয়েছে মতুয়া-গড়ে। যে ঠাকুরবাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের মুঠোয় ছিল, তা বেরিয়ে গিয়েছে। ঠাকুরবাড়ির রাশ আলগা হওয়াতেই মতুয়া ভোট স্লিপ করেছে তৃণমূল থেকে। ফলে তা ফিরিয়ে আনাই এখন পাখির চোখ তৃণমূলের। সেজন্যই অঙ্ক কষে তারা এগনোর চেষ্টা করছে।

তৃণমূলে 'রোস্টার’ চালু শীঘ্রই, পঞ্চায়েত ভোটের প্রচারে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবেন নেতারা তৃণমূলে 'রোস্টার’ চালু শীঘ্রই, পঞ্চায়েত ভোটের প্রচারে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবেন নেতারা

English summary
TMC targets to return Matua vote and starts campaign door to door before Pancahayat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X