For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার উপনির্বাচনে দিলীপ গড় খড়্গপুর দখল করে কী প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের

  • |
Google Oneindia Bengali News

'অব কী বার প্রদীপ সরকার', এমন স্লোগান নিয়েই খড়্গপুর সদর কেন্দ্রে প্রচার চালিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার। এই খড়্গপুর এমন একটি কেন্দ্র যেখানে বাঙালিদের পাশাপাশি অবাঙালিদের বসবাসও রয়েছে চোখে পড়ার মতো। এমন এক জায়গা ছিল বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শিবিরের আঁতুর ঘর। ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষে এই জমি ছিল এক্কেবারে 'শুষ্কং কাষ্ঠং', আর সেখানেই এবার ফুটল ঘাসফুল! খড়গপুর সদর জয় করে জয়ী তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার কাকে কৃতজ্ঞতা জানালেন তা দেখে নেওয়া যাক।

প্রদীপ সরকারের মন্তব্য

প্রদীপ সরকারের মন্তব্য

এদিন খড়গপুর সদর কেন্দ্রের ফল প্রকাশ হতেই এলাকার আকাশে উড়তে থাকে সবুজ আবির। যে জমিতে তৃণমূল কোনও দিনই দাঁত ফোটাতে পারেনি সেখানে ঘাসফুল ফুটিয়ে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস ফেটে পড়ে। আর সমর্থকদের সঙ্গে নিয়ে জয়ী প্রার্থী প্রদীপ সরকার জানান,' এই জয় আমি খড়গপুরের মানুষকে উৎসর্গ করছি। '

মমতা-শুভেন্দুই জয়ের কাণ্ডারী !

মমতা-শুভেন্দুই জয়ের কাণ্ডারী !

লোকসভার পর এই ৩ কেন্দ্রের উপনির্বাচন যেন ছিল ঘাসফুল শিবিরের কাছে লিটমাস টেস্ট। আর সেই টেস্ট সদর্পে জিতে খড়গপুরের তৃণমূল প্রার্থী জানান, ' এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, শুভেন্দু অধিকারীর পরিকল্পনা, আর তৃণমূল কর্মীদের পরিশ্রমের ফল। এটা আমাজের দলের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর জয়।'

৬ মাসে পাল্টে গেল খড়গপুর!

৬ মাসে পাল্টে গেল খড়গপুর!

লোকসভা ভোটের পর কেটে গিয়েছে প্রায় ৬ মাস। আর এই মাস কয়েক ঘুরতেই বিজেপির অন্যতম ডেরা খড়গপুর সদর ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। যদিও ২৮ নভেম্বর গণনা শুরুর সকাল যদিও তৃণমূলেরপক্ষে ছিল না। সকাল থেকে এই কেন্দ্রে এগিয়ে ছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিসাব পাল্টাতে থাকে। দ্বিতীয় রাউন্ডের গণনায় এগিয়ে যান বিজেপি প্রার্থী। কিন্তু শেষ কিস্তিতেই বাজিমাত করে দেন তৃণমীলের প্রদীপ সরকার। স্লগ ওভারে কার্যত ওভার বাউন্ডারি হাঁকিয়ে খরগপুর কেন্দ্র পকেটে পুরে পেলে তৃণমূল। আর খড়গপুর সদর কেন্দ্র ফের একবার 'হিসাব পাল্টে' দেওয়ার খেলায় নিজের মুন্সিয়ানা প্রমাণ করে দেয়!

 লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রের ফল

লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রের ফল


লোকসভা ভোটের সময় খড়গপুর সদরে বিজেপি এগিয়ে ছিল ৪৫ হাজার , ১৩২ ভোটে। তার আগে বিজেপি ২০১৪ সালে এই কেন্দ্র থেকে এগিয়ে ছিল ৬,৩০৯ ভোটে। আর ২০১৯ উপনির্বাচনে প্রজদীপ সরকার ১৯ হাজার ভোটে জিতে খড়গপুর দখল করে নেন।

English summary
West Bengal Bypoll result , Kharagpur TMC winning candidate credits Mamata, Suvendu.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X