For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ওড়াকান্দি সফরে মমতার আপত্তি, প্রধানমন্ত্রীর ভিসা বাতিলের দাবি তৃণমূল সুপ্রিমোর

Google Oneindia Bengali News

রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন৷ আজ প্রথম দফা৷ জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আমজনতা৷ ভোট হচ্ছে খড়্গপুরেও৷ এরই মধ্যে খড়্গপুর সদরে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর আজ ফের একবার নিশানায় নরেন্দ্র মোদী৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মোদীর ভিসা বাতিলের দাবি করেন। এদিন তিনি মতুয়াদের নাম না নিয়েই বলেন, 'মোদী বাংলাদেশে গিয়ে এক নির্দিষ্ট সম্প্রদায়ের থেকে ভো পেতে এসব করছেন।'

মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদী

মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদী

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দু'দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী৷ তাঁর সফরসঙ্গী হতে বাংলাদেশে রওনা দেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরও৷ শনিবার শান্তনুকে সঙ্গে নিয়েই মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদী৷

বেজায় চটেছেন মমতা

বেজায় চটেছেন মমতা

আর এই নিয়েই বেজায় চটেছেন মমতা৷ অভিযোগ করলেন, রাজ্যে ভোট চলছে, আর নরেন্দ্র মোদী বাংলাদেশে গিয়ে বাংলায় বক্তৃতা দিচ্ছেন৷ এহেন কাজে তিনি নির্বাচনী বিধিভঙ্গ করছেন৷ মমতা আরও বলেন, গত লোকসভা ভোটের সময় বাংলাদেশের অভিনেতা ফিরদৌস জোড়াফুলের মিছিলে যোগ হেঁটেছিলেন। আর তার জেরেই নাকি বাংলাদেশ সরকারকে বলে ফিরদৌসের ভিসা বাতিল করিয়েছিল বিজেপি।

'দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছিলাম'

'দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছিলাম'

এদিকে খড়গপুরের আগে পিংলায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পিংলার সভা থেকে দলবদল করে বিজেপিতে যোগ যাওয়া নেতাদের ফের তুলোধোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ তিনি বলেন, 'দুধ কলা দিয়ে কেউটে সাপ পুষেছিলাম৷ আমারই দোষ৷ সবাইকে সহজে বিশ্বাস করে ফেলি৷ ওরাই গতকাল রাতে টাকা বিলোচ্ছিল৷ টাকার জন্যই তো বিজেপিতে গিয়েছে৷ আর মা-বোনেরাও ওদের পুলিশে ধরিয়ে দিয়েছে৷' উত্তরপ্রদেশ থেকে আসা ৩০ জনের একটি বন্দুকধারী দলকেও মহিলারা পুলিশে ধরিয়ে দিয়েছেন বলে জানান তৃণমূল নেত্রী৷ তবে প্রথম দফাতেই বিজেপির পরাজয়ের ভাগ্যলিখন হয়ে যাবে বলে মনে করেন তিনি৷

'বাইরের গুন্ডাদের বাংলা দখল করতে দেবেন না'

'বাইরের গুন্ডাদের বাংলা দখল করতে দেবেন না'

ভোটের সময় কেউ ভোট দিতে বাধা দিলে হাতা-খুন্তি নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি৷ তিনি বলেছেন, 'এ ভাবে যাঁরা ওদের ধরিয়ে দেবেন তাঁদের একটা তালিকা করে রাখবেন৷ আগামী দিনে তাঁদের জন্য আমি কিছু করবে৷ গণতন্ত্রকে রক্ষা করার জন্য পুরস্কৃত করব৷ বাইরের গুন্ডাদের বাংলা দখল করতে দেবেন না৷'

প্রথম দফাতেই বিজেপির দফারফা

প্রথম দফাতেই বিজেপির দফারফা

এদিকে প্রথম দফাতেই বিজেপির দফারফা তৈরি হয়ে যাবে বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সুপ্রিমো বলেন, আজই বিজেপির ভাগ্যলিখন হয়ে যাবে৷ তৃণমূল প্রার্থী অজিত মাইতির সমর্থনে পিংলার সভা থেকে এই আত্মবিশ্বাসী বার্তা শোনান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

English summary
TMC Supremo Mamata Banerjee demands PM Narendra Modi's Bangladeshi visa be cancelled
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X