ইভিএমে আর ভোট নয়! ফিরুক ব্যালট, একুশের মঞ্চ থেকে দাবি তুললেন সুব্রত
১৯৯৩ সালে ডাক দেওয়া হয়েছিল- নো আইডি, নো ভোট। এবারের স্লোগান- নো ইভিএম, কামব্যাক ব্যালট। ২০১৯-এর লোকসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূল ২১ জুলাইয়ের শহিদ দিবস থেকে শপথ নিচ্ছে ব্যালট ফেরানোর আন্দোলন জারি রাখার। আর ইভিএম নয়, এবার ভোট হোক ব্যালটে। ২০২১-এর আগে ব্যালট ফেরানোই চ্যালেঞ্জ তৃণমূলের।

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, তৃণমূল কংগ্রেস ব্যালট ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, লোকসভা ভোট হয়েছে টাকা ছড়িয়ে। মানুষকে ভুল বোঝানো হয়েছে। টাকা দিয়ে মানুষকে ভুলপথে পরিচালিত করা হয়েছে। তারপর রয়েছে ইভিএমের নানা কারিকুরি। এইসব থেকে মুক্তি দিতে হবে। গণতন্ত্র ফেরাতে হবে।
তৃণমূল কংগ্রেস ২৬ বছর আগে নোট আইডি, নো ভোটের দাবিতে যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল, তা আটকাতে তৎকালীন রাজ্য প্রশাসন গুলি চালিয়েছিল। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেসকর্মী। তাঁদের স্মরণে এই শহিদ সমাবেশ। শহিদদের স্মৃতি তর্পণ করে আমরা শপথ নেব দেশে গণতন্ত্র ফেরানোর। নির্বাচনে ব্যালট ফেরানোর।
উল্লেখ্য, লোকসভা ভোটের মাত্র দু-মাসের মধ্যে চ্যালেঞ্জ নিতে হয়েছে তৃণমূলকে। সাংগঠনিক শক্তির পরীক্ষা দিয়ে ধর্মতলার মঞ্চ থেকে ২০২১-এর শপথ নেবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ধর্মতলার একুশে জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর বার্তা দেবেন। আগন্তুক কর্মী-সমর্থকরা নেত্রীর কাছ থেকে বার্তা শুনতে মুখিয়ে রয়েছেন।