For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনে টার্গেট দিল্লির মসনদ! মোদীকে হটাতে সেমিফাইনালের তালিম তৃণমূলের

তৃণমূল স্পষ্ট করল আসন্ন পঞ্চায়েত যুদ্ধের টার্গেট। এই নির্বাচন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে টিকে থাকার লড়াই নয়, এবারের নির্বাচন হল বিজেপিকে উৎখাতের নির্বাচন।

Google Oneindia Bengali News

তৃণমূল স্পষ্ট করল আসন্ন পঞ্চায়েত যুদ্ধের টার্গেট। এই নির্বাচন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে টিকে থাকার লড়াই নয়, তা ফের একবার জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূলের কর্মী সম্মেলনে তিনি বলেন, 'এবারের নির্বাচন হল বিজেপিকে উৎখাতের নির্বাচন। দিল্লির মসনদ থেকে বিজেপিকে হটানোর তালিম নেওয়া হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন থেকে।'

পঞ্চায়েত নির্বাচনে টার্গেট দিল্লির মসনদ! মোদীকে হটাতে সেমিফাইনালের তালিম তৃণমূলের

বাংলায় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তা নিয়ে কোনও সন্দেহই নেই রাজ্যবাসীর মনে। তাই পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে বাংলায় টিকে থাকার লড়াই নয়। বরং এই নির্বাচন থেকে বিজেপিকে বার্তা দিতে হবে, 'বাংলার দুর্জয় ঘাঁটিতে তোমাদের কোনও স্থান নেই। শুধু বাংলা নয়, এবার তোমাদের দিল্লি থেকে বিদায় নেওয়ারও সময় এসে গিয়েছে।'

পঞ্চায়েত নির্বাচনে টার্গেট দিল্লির মসনদ! মোদীকে হটাতে সেমিফাইনালের তালিম তৃণমূলের

[আরও পড়ুন:তিন নেতার 'অন্তর্কলহ'-এ ধন্দে বিজেপি, প্রাথমিক লক্ষ্যপূরণ হওয়াই দায় পঞ্চায়েত-যুদ্ধে][আরও পড়ুন:তিন নেতার 'অন্তর্কলহ'-এ ধন্দে বিজেপি, প্রাথমিক লক্ষ্যপূরণ হওয়াই দায় পঞ্চায়েত-যুদ্ধে]

বালুরঘাটের বোল্লা ফুটবল মাঠে তৃণমূলের কর্মী সম্মেলনে সুব্রতবাবু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিপ্লব মিত্র, সাসংদ অর্পিতা ঘোষ, তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী প্রমুখ। এই সম্মেলনের মঞ্চ থেকেই সুব্রতবাবু বলেন, 'এই নির্বাচন থেকেই শুরু হবে বিজেপিকে সরিয়ে দিল্লির মসনদ দখলের প্রক্রিয়া। তিনি সর্বস্তরের কর্মীদের নির্দেশ দেন, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে নির্বাচয়-যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে।'

English summary
TMC state president Subrata Baksi targets Narendra Modi to defeat BJP. He sats Panchayat election will be practice for TMC to defeat BJP in central,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X