For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল হল ট্রোজান হর্স, মোদী-মমতার সাক্ষাৎ নিয়ে কটাক্ষ বিরোধীদের

শনিবার রাতে হতে পারে মোদী মমতার বৈঠক। তবে প্রধানমন্ত্রীর কলকাতা সফরে মোদী মমতার সাক্ষাৎ যে হচ্ছেই যে ব্যাপারে কার্যত নিশ্চিত করেছে তৃণমূল নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

শনিবার রাতে হতে পারে মোদী-মমতার বৈঠক। তবে প্রধানমন্ত্রীর কলকাতা সফরে মোদী মমতার সাক্ষাৎ যে হচ্ছেই যে ব্যাপারে কার্যত নিশ্চিত করেছে তৃণমূল নেতৃত্ব। প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই স্টেজে থাকবেন বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত রবিবার পোর্ট ট্রাস্টের এক অনুষ্ঠান রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

 তৃণমূল হল ট্রোজান হর্স, মোদী-মমতার সাক্ষাৎ নিয়ে কটাক্ষ বিরোদীদের

কলকাতায় মোদী মমতা সাক্ষাত হলে কিংবা তাঁরা একই স্টেজে থাকলে, তা হবে লোকসভার নির্বাচনের পর প্রথমবার। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্য দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসার পর থেকে মোদী-মমতার কোনও বৈঠক হয়নি।

শুক্রবার দুপুরে জাহাজ প্রতিমন্ত্রী এবং পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে ১৫ মিনিট বৈঠক হয়। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী জানান তিনি পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে থাকবেন। সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

সূত্রের খবর অনুযায়ী, এদিন বিকেল কিংবা রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকও হতে পারে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, তিনি ১৩ জানুয়ারি দিল্লিতে বিরোধীদের সিএএ বিরোধী সভা বয়কট করছেন।

এদিকে মোদী-মমতার বৈঠকের সম্ভাবনা দেখা দিতেই রাজ্যের বিরোধী সিপিএম এবং কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছে। তৃণমূলকে ট্রোজান ঘোড়া বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

English summary
TMC sources says, PM Modi and CM Mamata Banerjee are likely to share stage on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X