For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়োগপত্র-অ্যাডমিট আটকে পোস্ট অফিসে! বিলি হচ্ছে ‘বাতিল’ আয়ুষ্মান, বিক্ষোভ

আয়ুষ্মান প্রকল্পের চিঠি বিলি নিয়ে হুলুস্থূলকাণ্ড ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার বারুইপুর পোস্ট অফিসের ভিতরে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসকর্মীরা।

Google Oneindia Bengali News

আয়ুষ্মান প্রকল্পের চিঠি বিলি নিয়ে হুলুস্থূলকাণ্ড ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার বারুইপুর পোস্ট অফিসের ভিতরে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসকর্মীরা। অভিযোগ, সাধারণ মানুষের চিঠি বিলি করা হচ্ছে না, অথছ সাধারণ মানুষের চিঠি বিলি করা হচ্ছে। তা নিয়েই বাদানুবাদে জড়িয়ে পড়েন পোস্ট অফিসের কর্মী ও তৃণমূলকর্মীরা।

নিয়োগপত্র-অ্যাডমিট আটকে পোস্ট অফিসে! বিলি হচ্ছে ‘বাতিল’ আয়ুষ্মান, বিক্ষোভ

পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস, পুরপিতা তাপস ভদ্র, জেলা পরিষদ সদস্য জয়ন্ত ভদ্রের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি চলে। তাঁরা চানতে চান কেন সাধারণ মানুষের চিঠি আটকে রাখা হয়েছে। এর ফলে পরীক্ষায় অ্যাডমিট কার্ড, নিয়োগ পত্র পেতে দেরি হয়ে যাচ্ছে। আয়ুষ্মান প্রকল্পের চিঠি বিলির অজুহাত দিয়ে এই কাণ্ড-কারখানা ঘটানো হচ্ছে।

[আরও পড়ুন:আদালতেই রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা প্রমাণিত! রথযাত্রা নিয়ে পাল্টা আক্রমণ বিজেপির][আরও পড়ুন:আদালতেই রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা প্রমাণিত! রথযাত্রা নিয়ে পাল্টা আক্রমণ বিজেপির]

তৃণমূল নেতাদের দাবি, আয়ুষ্মান প্রকল্প থেকে হাত তুলে নিয়েছে রাজ্য সরকার। আর এ রাজ্যে পোস্ট অফিসগুলো শুধু সেই প্রকল্পের চিঠি পৌঁছে দিতেই ব্যস্ত। মানুষের প্রয়োজনীয় চিঠি আটকে পড়ে রয়েছে পোস্ট অফিসে। তৃণমূলের দাবি, অবিলম্বে সাধারণ মানুষের প্রয়োজনীয় চিঠি বিলি শুরু করতে হবে।

[আরও পডুন: সর্বোচ্চ আদালতের ধাক্কা বিজেপিকে! রথযাত্রা নিয়ে রাজ্যের আপত্তিকেই গুরুত্ব][আরও পডুন: সর্বোচ্চ আদালতের ধাক্কা বিজেপিকে! রথযাত্রা নিয়ে রাজ্যের আপত্তিকেই গুরুত্ব]

আর এই মর্মে ডাক বিভাগ কড়়া প্রতিক্রিয়া দিয়েছে। ডিভিশনাল অফিসার পিকে দাস জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের হুঁশিয়ারি পোস্ট অফিসে এই ধারা চলতে থাকলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

[আরও পড়ুন: 'সাহস থাকলে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে ভোটে দাঁড়ান', খোলা চ্যালেঞ্জ অধীরের][আরও পড়ুন: 'সাহস থাকলে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে ভোটে দাঁড়ান', খোলা চ্যালেঞ্জ অধীরের]

English summary
TMC shows agitation in post office being distributed letter of Ayusman project. TMC has complained no distribute of admit and appointment letter also,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X