For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায় যোগাযোগ রাখছেন তৃণমূল নেতাদের সঙ্গে! একুশের আগে তৈরি তালিকা

তৃণমূল কংগ্রেসে ২০ বছর তিনি কাটিয়েছেন। দলটাকে চিনতেন হাতের তালুর মতো। সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন তিনি। সেই তিনি আজ নেই দলের সঙ্গে। তাই দল তো অস্বস্তিতে পড়বেই।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসে ২০ বছর তিনি কাটিয়েছেন। দলটাকে চিনতেন হাতের তালুর মতো। সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন তিনি। সেই তিনি আজ নেই দলের সঙ্গে। তাই দল তো অস্বস্তিতে পড়বেই। ২০১৯-এও যে অভাব বোধ করতে হয়েছিল, ২০২১-এও তা করতে হবে, তা বিলক্ষণ জানে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাই এখন থেকেই মুকুল রায়ের ব্যাপারে সাবধান থাকছে নেতৃত্ব।

মুকুল রায়ের ব্যাপারে সাবধান হচ্ছে তৃণমূল

মুকুল রায়ের ব্যাপারে সাবধান হচ্ছে তৃণমূল

মুকুল রায় একা হাতে ২০১৯-এর নির্বাচনে তৃণমূলকে ছত্রখান করে দিয়েছেন। তৃণমূল ভাঙিয়ে এনে তাঁকে প্রার্থী করে সংসদে পাঠিয়েছেন। এহেন মুকুল রায়ের প্রতি সাবধান হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন থেকেই তৃণমূল কংগ্রেস জানার চেষ্টা চালাচ্ছে মুকুল রায়ের সঙ্গে কারা যোগাযোগ রাখছে, কারা নিয়মিত ফোন করছে।

তৃণমূল কংগ্রেসকে ভাঙাতে সিদ্ধহস্ত

তৃণমূল কংগ্রেসকে ভাঙাতে সিদ্ধহস্ত

মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতো জানেন মুকুল রায় হলেন মারীভয়। তিনিই একমাত্র পারেন তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে আনতে। এবার সেই সুযোগ দিলে চলবে না। এতদিন তৃণমূলের সাংসদ-বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ভাঙিয়ে এনে বিজেপির হাত শক্ত করে দিয়েছিলেন, কিন্তু আর নয়। এবার মুকুল রায়ের সঙ্গে সমস্ত লিঙ্ক কেটে দিতে হবে।

তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ বিজেপির

তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ বিজেপির

রাজনৈতিক মহল মনে করছে, তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে বিজেপির। বিশেষ করে মুকুল রায় যোগাযোগ রাখছেন তৃণমূলের বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে। মুকুল রায় যদি এই কাজে ফের সফল হন, তবে তৃণমূলের পক্ষে কাজ ক্রমশ কঠিন হয়ে যাবে। তাই এবার নিজেদেরকে নিরাপদ রাখতে তৎপর হয়ে তৃণমূল।

কোনওমতোই শক্তিক্ষয় হোক চাইছে না তৃণমূল

কোনওমতোই শক্তিক্ষয় হোক চাইছে না তৃণমূল

তৃণমূল এখনও অনেকে রয়েছেন যাঁরা মুকুল রায়ের অতি ঘনিষ্ঠ। তৃণমূল ভোট কৌশলী প্রশান্ত কিশোর ও তাঁর টিম এবার থেকে তাঁদের প্রতি নজর রাখতে শুরু করেছে। ইতিমধ্যে তাঁরা চিহ্নিত হয়ে গিয়েছেন তৃণমূলকে। আর কোনওমতোই শক্তিক্ষয় হোক চাইছে না তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ও এমনই নির্দেশ দিয়েছেন দলীয় সভায়।

বিজেপি দল ভাঙতে অগ্রসর হবেই, তৃণমূল তৈরি

বিজেপি দল ভাঙতে অগ্রসর হবেই, তৃণমূল তৈরি

তৃণমূল খুব ভালো মতোই জানে, বিজেপিতে মুকুল রায়ের সর্বাপেক্ষা গুরুত্ব এক জায়গাতেই। তৃণমূল ভাঙতে তিনি সিদ্ধহস্ত হবেন। মুকুলের মতো ওই কাজ কেউ করতে পারবে না। বিজেপির দল ভাঙানো ছাড়া সাফল্যের দ্বিতীয় রাস্তা নেই। তাই বিজেপি দল ভাঙতে অগ্রসর হবেই। তৃণমূলকে তার জন্য তৈরি থাকতে হবে।

২০২১-এ সেই লড়াইয়ে কে এগিয়ে

২০২১-এ সেই লড়াইয়ে কে এগিয়ে

এখন দেখার তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর মুকুল রায়ের গ্রাস থেকে দলকে রক্ষা করতে পারেন কি না। এর আগে প্রশান্ত কিশোরই মুকুল রায়কে থামিয়ে ছিলেন। প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর তৃণমূল পাল্টা দেওয়া শুরু করেছিল। ফের বিজেপিকে ভেঙে তৃণমূলে জনপ্রতিনিধিদের ফিরিয়ে এনেছিলেন তিনি। ২০২১-এ সেই লড়াইয়ে কে এগিয়ে থাকে, সেটাই দেখার।

English summary
TMC search them who are link with BJP leader Mukul Roy before 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X