For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী অজেয় নন, বাংলায় নিশ্চিন্ত মমতা বন্দ্যোপাধ্যায়! মহারাষ্ট্র-হরিয়ানায় ভোটের ফল বিশ্লেষণে তৃণমূল

২০১৯-এ মোদী ম্যাজিকে ভর করে লোকসভা ভোটে সাফল্য পাওয়ার পর ২০২১ বিধানসভা নির্বাচনে জিততে মোদীকেই মুখ করতে চাইছে বঙ্গ বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এ মোদী ম্যাজিকে ভর করে লোকসভা ভোটে সাফল্য পাওয়ার পর ২০২১ বিধানসভা নির্বাচনে জিততে নরেন্দ্র মোদীকেই মুখ করতে চাইছে বঙ্গ বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের পরের দুটি বিধানসভা নির্বাচন প্রমাণ করে দিল মোদী অজেয় নয়। মোদীও হারেন, মোদীকে হারানো যায়। মহারাষ্ট্র-হরিয়ানা নির্বাচনী ফলপ্রকাশের পর এটাই ছিল তৃণমূলের ব্যাখ্যা।

মহারাষ্ট্র-হরিয়ানাই দেখিয়ে দিয়েছে পন্থা

মহারাষ্ট্র-হরিয়ানাই দেখিয়ে দিয়েছে পন্থা

এবার বাংলায় ফ্যাক্টর হয়ে উঠেছে বিজেপি। লোকসভায় ২ থেকে বেড়ে ১৮-য় পৌঁছনোর পর ২০২১-এ জয়ের ব্যাপারে বঙ্গ বিজেপি আত্মবিশ্বাসী। আর বাংলার এই নির্বাচনেও তারা মুখ করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদী-মুখের ভরসায় মমতাকে হারানোর চ্যালেঞ্জ নিচ্ছে বিজেপি। তৃণমূল এখন বলছে, মোদী অজেয় নয়। বিজেপিশাসিত মহারাষ্ট্র-হরিয়ানাই দেখিয়ে দিয়েছে পন্থা।

মোদীকে মুখ আসলে বিজেপির দুর্বলতা

মোদীকে মুখ আসলে বিজেপির দুর্বলতা

তৃণমূল কংগ্রেসের কথায়, বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী কোন ফ্যাক্টর হবেন না। মোদীকে বাংলার মুখ করতে চাওয়া আসলে বিজেপির দুর্বলতা। বাংলায় বিজেপির কোনও মুখ নেই, এই বার্তাই দেবে বঙ্গ বিজেপির ওই সিদ্ধান্ত। যতই চেষ্টা করুক বিজেপিকে বাংলার মানুষ কোনও জায়গা দেবে না।

আশানুরূপ ফল করতে ব্যর্থ বিজেপি

আশানুরূপ ফল করতে ব্যর্থ বিজেপি

এবার মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। মহারাষ্ট্রে কোনওরকমে ক্ষমতা ধরে রাখতে সমর্থ হলেও, হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। মহারাষ্ট্র বিজেপি আসন ২০০ পার করার স্বপ্ন দেখেছিল, সেখানে ক্ষমতা ধরে রাখতে পেরেছে বিজেপি। উপনির্বাচনগুলিতেও বিজেপিকে হারের মুখ দেখতে হয়েছে।

মোদীকে মুখ করে প্রভূত সাফল্য

মোদীকে মুখ করে প্রভূত সাফল্য

এর আগে মোদীকে মুখ করে প্রভূত সাফল্য মিলেছে বিজেপির। উত্তর-পূর্বের ত্রিপুরায় বাম রাজত্বের অবসান ঘটেছে মোদীকে মুখ করে। তারপর লোকসভাতেও সেই মোদীই মুখ। রাজ্যে ২ থেকে বেড়ে ১৮ বিজেপি। এটাকে ইউএসপি করেই বাংলা জয়ের লক্ষ্যে নামছেন মুকুল-দিলীপরা। দিলীপ ঘোষ তো বলেই দিলেন, মোদী একটা বিশ্বাসের নাম। তাই মোদীই মুখ করে রাজ্য জের স্বপ্ন দেখছে বিজেপি। তৃণমূল সেই স্বপ্নকে অলীক ব্যাখ্যা করল।

English summary
Narendra Modi is not invincible shows Maharashtra and Haryana assembly election. Mamata Banerjee is pleased this election result,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X